শনিবার ● ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ২৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ২৩ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ২৩জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার ১৪ আগষ্ট সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মর্জিনা বেগম (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), খোদেজা বেগম (৫৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল মালেক (৫৫), রিয়াজুল (৪৫), তারাকান্দার কোহিনূর বেগম (৬৫), হালুয়াঘাটের আব্দুল মতিন (৭০), নেত্রকোণা সদরের খলিন্দ্র চন্দ্র (৮০) এবং শেরপুরের নালিতাবাড়ির আবুল সালেহ (৭০)।
জেলাওয়ারী করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ৮জন, নেত্রকোণা এবং শেরপুর জেলার ১ জন করে।
এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফারুক মিয়া (৩৬), গোলাম কিবরিয়া (৬০), রাবেয়া (৭০), আসিরন (৬০), রোজি আক্তার (৫০), আব্দুল রাজ্জাক (৭০), ঈশ্বরগঞ্জের সাকিনা বেগম (৫৫), নেত্রকোণা সদরের আহমেদ (৫৬), হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের মো. বিল্লাল উদ্দিন (৬০) এবং টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৮৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ৭ জন, নেত্রকোণার ৩জন, জামালপুর,শেরপুর এবং টাঙ্গাইলের একজন করে।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী পাওয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় মোট ৬০০ জনের নমুনা পরীক্ষা করে পজেটিভ হয়েছেন ১৩৯ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।