মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » রাউজানে পাগলা মহিষের আক্রমনে আহত ১
রাউজানে পাগলা মহিষের আক্রমনে আহত ১
রাউজান প্রতিনিধি :: বোয়ালখালী এলাকা থেকে পালিয়ে আসা এক পাগলা মহিষের আক্রমনে রাউজানের নেয়াপাড়ায় ইকবাল (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে । স্থানীয়রা জানিয়েছে ৭মার্চ সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে নদী পাড় হয়ে পাগলা মহিষটি দক্ষিণ রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট এলাকায় লোকজনের উপর আক্রমন শুরু করে। এসময় পালাতে গিয়ে বেশ কয়েকজন কম বেশি আহত হয়।
এই সময় ইকবাল (৪০) নামের এক ব্যক্তিকে মহিষটি সামনে পেয়ে শিং এর গুতোয় গুরুতর আহত করে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছে মহিষটি নদীর পাড় হয়ে দৌঁড়াতে দৌঁড়াতে চৌধুরী ঘাটকুলে এসে আবদুল আজিজ নামের এক ব্যক্তির পাকা ঘরে ঢুকে পড়ে এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশে আশের লোকজন এসে মহিষকে ঘর থেকে বের করে আনলেও বাইরে এসে লোকজনকে ধাওয়া করতে থাকে।
এসময় পালাতে গিয়ে অনেকেই আহত। চৌধুরীহাট এলাকায় ইকবাল মহিষটির সামনে পড়ে গেলে তাকে মারাত্বক ভাবে আহত করে। জানা যায় ইকবাল মধ্য কচুখাইন গ্রামের মৃত দুলামিয়ার পুত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকার লোকজন পাগলা মহিষটি ধাওয়া করছিল।