শনিবার ● ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩ : আহত কমপক্ষে-২৫
ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩ : আহত কমপক্ষে-২৫
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। এ সময় বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত জন।
পরে তাদের উদ্ধার করে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে ও কয়েকজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ১৪ আগস্ট রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর বড়পুকুর পাড় এলাকায় শনিবার সকাল থেকেই একটি ট্রাকের বাম পাশের দু’টি চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৮ টার দিকে ঢাকা থেকে হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ঈমাম পরিবহনের একটি বাস পেছন থেকে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে ৩জন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি। আর আহত অবস্থায় বাসের কমপক্ষে ২৫ যাত্রীকে উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, ‘রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।’
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন এ দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তৎক্ষণিক হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেননি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আরো জানান তিনি।