সোমবার ● ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৩জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৪ জন এবং উপসর্গ নিয়ে ৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৬ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সিরাজ মিয়া (৫৫), শিরিনা বেগম(৫০), ভালুকার মোঃ আমির আলী (৭০), নেত্রকোণার কেন্দুয়ার মোঃ জান্নাত আলী (৯০)।
জেলাওয়ারী করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩জন ও নেত্রকোণা জেলার ১ জন ।
এ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজ মিয়া (৭৬), রাশেদা বেগম (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোণা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইল ঘাটাইলের শুকুর মাহমুদ (৮০)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ৫ জন, নেত্রকোণার ২জন এবং জামালপুর, টাঙ্গাইল জেলার ১ জন করে।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালে করোনা ইউনিটে বর্তমানে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৬৩ জন। এর মধ্যে আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
এদিকে জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী পাওয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৭০৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ।