মঙ্গলবার ● ৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সেলাই মেশিন বিতরণ
বিশ্বনাথে সেলাই মেশিন বিতরণ
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র অর্থায়নে মঙ্গলবার দুপুরে অলংকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘সেলাই মেশিন বিতরণ ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম’র উদ্বোধন হয়েছে ৷ এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ ছাইদুল হক ৷
তিনি বলেন, বিশ্বনাথসহ সিলেটের শিৰার হার বাড়ানোর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ কারণ আগামী প্রজন্মকে মানুষ হিসেবে দেখতে চাইলে শিক্ষার কোন বিকল্প নেই ৷ তিনি আরোও বলেন, পতিত জমিগুলো চাষাবাদের আওতায় এনে ফসল উত্পাদনের পরিমাণ বৃদ্ধি করতে হবে ৷ আবার সুন্দর সমাজ বিনির্মানের জন্য ‘যৌতুক ও নারী নির্যাতন’র বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷
ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বশির আলী’র সভাপতিত্বে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ শফিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মকরম আলী আফরোজ ৷ অনুষ্ঠানে ইউনিয়নের ১১ জন গরীব-অসহায় মহিলাকে বিনামূল্যে সেলাইমেশিন প্রদান এবং ২৫ জন বেকার যুবককে নিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয় ৷
অলংকারী ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা সুরমান আলী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, রোকেয়া-আজিজ চেরিট্যাবল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আবদুল আজিজ নুনু মিয়া, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের এক্সকিউটিভ মেম্বার রফিক মিয়া, আবদুর নূর, অলংকারী ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, সংগঠক সিতার মিয়া ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি তাজুল ইসলাম সালাম, মদরিছ আলী, মাহমদ আলী জালাল, প্রবাসী ফয়জুর রহমান, আবদুন নূর, চকম আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার আ.স.ম নুরুল সালাম, রফিক মিয়া, সজ্জাদুর রহমান, আছমা বেগম, জ্যোত্ন্সা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন ও জামাল মিয়া প্রমুখ ৷