বৃহস্পতিবার ● ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৯৯৩ টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মনিরউদ্দিন (৯১), গৌরীপুরের খোদেজা বেগম (৭৫) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের শহিদুল্লাহ (৫৫)।
জেলাওয়ারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহের ২ জন ও জামালপুর জেলার ১ জন।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের নান্দাইল উপজেলার মদিনা আক্তার (২০),রুবিয়া খাতুন (৬৪), গৌরীপুরের সুনীল পত্র নরীশ (৭৬) এবং নেত্রকোণার পলাশ সরকার (৫৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের ৩ জন ও নেত্রকোণা জেলার ১ জন।
ডাঃ মোঃ মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৮৬ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ৯৯৩টি নমুনার মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৬৬ জন ও আরটিপিসিআর টেস্টে ১২১ জনের পরীক্ষায় মোট ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ।
অপরদিকে জেলায় উপজেলাওয়ারী করোনা সনাক্তের মধ্যে- ময়মনসিংহ সদরে ৯৭জন, ভালুকায় ২৮জন, ত্রিশালে ১৫জন, ফুলপুরে ১০জন, গৌরীপুরে ৮জন, গফরগাঁওয়ে ৮ জন, মুক্তাগাছায় ৭জন, ফুলবাড়ীয়ায় ৫জন, নান্দাইলে ২জন, ঈশ্বরগঞ্জে ২জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন এবং ধোবাউড়া উপজেলায় ১জনের করোনা শনাক্ত হয়েছে।