সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে ৪ কেজি আফিম উদ্ধার : আটক-১
রোয়াংছড়িতে ৪ কেজি আফিম উদ্ধার : আটক-১
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে র্যাবের অভিযানে আফিম’সহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম প্রুথোয়াই অং মারমা (৭০) সে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কচ্ছপতলী পাড়ার পাইং শৈ মারমার ছেলে এবং পাড়ার কারাবারি (পাড়া প্রধান)। গতকাল রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলার কচ্ছপতলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে আফিম’সহ ওই মাদক কারবারিকে আটক করে র্যাব-৭।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপতলী এলাকায় চট্রগ্রাম র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর নাসিরের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় প্রুথোয়াই অং মারমা (৭০) র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার স্বীকারোক্তিতে মাচাং ঘরের নিচে পলিথিন মোড়ানো অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা ৪ কেজি ৩০০গ্রাম আফিম উদ্ধার করা হয়।
এ বিষয়ে রোয়াংছড়ি থানার ওসি মো. তৌহিদ কবির জানান, উপজেলার কচ্ছপতলী এলাকায় র্যাব-৭ অভিযান চালিয়ে প্রুথোয়াই অং মারমা নামে এক ব্যক্তিকে আফিম’সহ আটক করে থানায় হস্তান্তর করেন। তার বিরোদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বান্দরবানে রুমায় সেনা অভিযানে ১২টি মর্টার শেল উদ্ধার
বান্দরবান :: বান্দরবানের রুমা উপজেলায় সোনাবাহিনীর অভিযানে ১২টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ২৩ আগস্ট রাত ১ টার সময় রুমার সদর ইউনিয়নের বাচাঢেউ পাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করেন রুমা ২৮ বীর সেনা জোন।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. মাসুদ পারভেজ এর নির্দেশে মেজর মুহতাদী কামাল আহমদ এবং ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ এর নেতৃত্বে ১৭ জনের একটি সেনা দল সাংগু নদী অতিক্রম করে দূর্গম বাচাঢেউ পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করে। পরে বোম্ব ডিস্পোজাল দল এসে তা নিস্ক্রিয় করেন।
রুমা জোনের কমান্ডার লে: কর্ণেল মােহাম্মদ মাসুদ পারভেজ ১২টি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন যাবৎ পার্বত্য চট্টগ্রাম এলাকায় কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ পাহাড়ী জুম ল্যান্ড নামে নিজস্ব একটি স্বাধীন স্বায়ত্বশাসিত্ব অঞ্চল প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্টার মাধ্যমে এলাকাবাসীর নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে সর্বদা নিয়োজিত রয়েছে।
বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি গ্রহণ
বান্দরবান :: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে বান্দরবান সদর উপজেলার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২৩ আগস্ট সকালে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে স্টেডিয়ামের জিমনেসিয়ামে শতাধিক পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান সদর জোন কমান্ডার বলেন, সেনাবাহিনীর পক্ষথেকে করোনা পরিস্থিতিতে মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী গুলো জনসাধারণের মাঝে প্রদান করছি। এ কর্মসূচির আওতায় ভবিষ্যতেও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় অন্যান্যদেরে মধে জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, জোনের উপ-অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হক রাসেল, স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরী’সহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।