বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১০.২০মিঃ) “অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমান” এই প্রতিপাদ্য বিষয়ে গাজীপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ভাওয়াল সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে ৷৮ মার্চ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জামিল আহমেদ বক্তব্য রাখেন ৷
জেলা মহিলা বিষয়ক অধিদফতর কর্মকর্তা মো. জাকির হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন প্যানেল মেয়র-৩ হোসনে আরা সিদ্দিকা জুলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নেজবাহার, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের আহবায়ক সেলিনা ইউনুস, যুগ্ম আহবায়ক ফাহিমা আক্তার হোসনা, লিলিমা আক্তার লিলি, ব্র্যাক জেলা প্রতিনিধি প্রণব কুমার রায়, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. খালেকুজ্জামান, প্ল্যান ইন্টারন্যাশনাল ইউনিট প্রোগ্রাম অফিসার আব্দুস কুদ্দুস ও জিমি পারভীন প্রমুখ ৷
অপরদিকে গাজীপুরের কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে ৷ ‘অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে
এ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা কাপাসিয়া শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে একটি র্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে ৷ পরে সংস্থার উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ নারী অধিকার আদায় ও সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি রওশন আরা সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার ও যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার প্রমুখ ৷