বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » চার মাস পর সর্বনিন্ম মৃত্যুর রেকর্ড : ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
চার মাস পর সর্বনিন্ম মৃত্যুর রেকর্ড : ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় কেউ মারা যায়নি, তবে উপসর্গ নিয়ে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত চার মাসের মধ্যে এটিই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এ নিয়ে গত এক মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এরআগে গত জুলাই মাসে করোনা ও উপসর্গে মমেক হাসপাতালে মোট ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়াও গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১দশমিক ০৫ শতাংশ।
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-নেত্রকোণা সদরের রনি মিয়া (১৮), কেন্দুয়া উপজেলার ইউনুস আলী (৭২) এবং শেরপুর সদর উপজেলার আক্কাস আলী (৫৫)।
জেলাওয়ারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-নেত্রকোণা জেলার ২ জন ও শেরপুর জেলার ১ জন।
ডা. মো. মহিউদ্দিন খান মুন আরো জানান, মমেক হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৪৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১০ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে প্রাপ্ত হয়ে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১দশমিক ০৫ শতাংশ।