বৃহস্পতিবার ● ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংর্ঘষ : আটক-৭
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংর্ঘষ : আটক-৭
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বিএনপি কার্যালয়ের সামনে রাস্তায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজীর দেউড়ির নাসিমন ভবনে নগর বিএনপির অফিসে সভা ছিল। ওই সভা উপলক্ষে বিএনপির একটি মিছিল দলীয় কার্যালয়ে ঢুকছিল। এ সময় রাস্তায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। সংর্ঘষের সময় সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, কাজীর দেউড়ি এলাকায় বিএনপির মিছিল থেকে বিনা উস্কানিতে কিছু নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ধাওয়া দিলে তারা বিভিন্ন গলিতে ঢুকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে জড়ানো ৭ জনকে আটক করা হয়েছে।
সড়কের উপর ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।