শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ » থানচিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান
থানচিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশের বারোটা বাজিয়ে পাহাড় কাটছে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা। প্রায় একমাস ধরে দুটি স্কেভেটর (ভারিযন্ত্র) দিয়ে পাহাড় কেটে বাড়ি মির্মানের জন্য পাঁচ একর পাহাড় সমতল ভূমিতে পরিণত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, থানচি উপজেলার বাসস্টেশন হতে আমতলী যাওয়ার রাস্তা সংলগ্ন ইউনিয়ন পরিষদ এলাকায় আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে দুইটি স্কেভেটর দিয়ে পাহাড় কেটে সাবাড় করছে। বাড়ি নির্মানের নামে আওয়ামী লীগের নাম ভাংগিয়ে ইতিমধ্যে বড় পাহাড়টির অনেক অংশ কেটে সমান ভূমিতে পরিণত করেছেন তিনি।
স্থানীয়রা অভিযোগ করে জানান, থানচি উপজেলার বর্তমান চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা একসময় আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস (মুল) এর একজন সক্রিয় নেতা ছিলেন। পরে আওয়ামীলীগে যোগদিয়ে বর্তমানে থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। আওয়ামী লীগের সভাপতি হওয়ার পূর্বে বান্দরবান জেলা পরিষদের সদস্যও ছিলেন একবার। সে সুবাদে রাজনৈতিক প্রভাব বিস্তার করে অনিয়ম দূর্নিতিসহ কোনকিছুরই তোয়াক্কা করছেন না তিনি। সরকারি একটি পদে থেকেও মানছেন না সরকারী আইন।
স্থানিয়রা আরো অভিযোগ করেন, প্রকাশ্যে পাহাড় কেটে পাহাড়ের সেই মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন এবং পাহাড়টি সমতল ভুমিতে পরিণত করা ছাড়াও মাটির ব্যবসা করে ইনকাম করেছেন প্রায় অর্ধকোটি টাকা।
অবৈধ পাহাড় কাটার ব্যাপারে জানতে চাইলে থানচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বিষয়টি অস্বীকার করে মুঠোফোনে বলেন, কে পাহাড় কাটছে আমিতো জানি না! ঠিক আছে আমি একটু ব্যস্থ আছি পরে কথা বলবো বলে তিনি ফোন রেখে দেন।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুস সালাম বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেয়া হয়নি। আগামী সোমবারের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পাহাড় কাটার বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউল গণি ওসমানী বলেন, পাহাড় কাটার ব্যাপারে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটানাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে পাহাড় কাটার চিহ্ন পাওয়া গেছে। এটি একটি সড়কের পাশে টিলা বড় ধরনের কোন পাহাড় না পাশ্ববর্তী একটি পাড়াও রয়েছে বলে তিনি জানান।