বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের নৌকা প্রেমিক রোকনের টার্গেট ২ লাখ নৌকা তৈরী
ঝিনাইদহের নৌকা প্রেমিক রোকনের টার্গেট ২ লাখ নৌকা তৈরী
ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.৩১মিঃ) ঝিনাইদহের ২ লাখ নৌকা তৈরির টার্গেট নিয়ে ব্যাস্ত সময় পার করছেন নৌকা প্রেমিক বঙ্গবন্ধুর লড়াকু সৈনিক বিশিষ্ট সমাজ সেবক রকিবুল বাশার রোকন৷ ২০১৬ সালের টার্গেট নিয়েছেন তিনি ২ লাখ নৌকা তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় গ্রাম গঞ্জে ছড়িয়ে দেবেন তা ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে প্রথম দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হয়েছে ৷ পর্যায়ক্রমে দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷ ঠিক সেই মহুুর্তে তিনি চিন্তা ভাবনা করে টিন, কাঠ, বাঁশ, বেত, সুতা ও রং তুলি এবং নৌকার মাথায় জাতীয় পতাকা দিয়ে ছোট ছোট নৌকা তৈরি করে চলেছেন৷ রাত দিন ৫/৬ জন লোক এ কাজে নিয়োজিত রয়েছে৷ শহরের মডার্ন মোড়ে নিজ বাস ভবনে এ কাজ চলছে জোরে-সোরে৷ তৈরিকৃত নৌকার মধ্যে রয়েছে ডিঙ্গি নৌকা, বাইচ নৌকা, পাল তোলা নৌকাসহ ছোট বড় বিভিন্ন প্রকার নৌকা৷ তিনি দেশের প্রায় জেলার মেলার স্টলে এগুলো প্রদর্শনী করবেন৷ গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১’শ ১ ফুট নৌকা তৈরি করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছেন৷ ইতিপূর্বে তিনি স্বাধীনতা পরবর্তী মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে জানান দিতে ২ শতাধীক ভাষ্কর্য্য তৈরি করেছিলেন৷ ২ মাসের মধ্যে প্রায় ৫ হাজার নৌকা তৈরি করেছেন৷ যার প্রতিটি নৌকা তৈরিতে খরচ হচ্ছে ৩৫/৪০ টাকা৷ তার এ কাজে সার্বিক সহযোগীতা করছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু৷ রোকন জানান, তার ইচ্ছা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে তিনি প্রধানমন্ত্রীর সহযোগীতার কামনা করছেন৷ এছাড়া তিনি চান দেশের প্রত্যেক বাড়ীতে একটি করে নৌকা থাকবে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সকল বাঙালি তা শ্রদ্ধা ভরে যেন স্বরণ করে৷