মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে বিক্ষোভকারীদের ওপর তালেবানের ফাঁকা গুলি
আফগানিস্তানে বিক্ষোভকারীদের ওপর তালেবানের ফাঁকা গুলি
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান-বিরোধী একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তাদের যোদ্ধারা ফাঁকা গুলি ছুঁড়েছে।
গোলাগুলির শব্দে আতংকিত লোকজন এদিক ওদিক পালাচ্ছে, একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।
আফগানিস্তানে তালেবান শাসনের প্রতিবাদ, নারীদের অধিকার দাবি এবং তথাকথিত ‘পাকিস্তানী হস্তক্ষেপে’র নিন্দা জানাতে কয়েকশো লোক এ বিক্ষোভে যোগ দেন।
বিবিসির সংবাদদাতা বলছেন, আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এ পর্যন্ত তাদের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে এটিই ছিল সবচেয়ে বড়।
তালেবান শাসনের মধ্যেই শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন কাবুল শহরে।
গত সপ্তাহে কাবুলে একদল নারী বিক্ষোভ করেছিলেন, তবে আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর নারীদের সাম্য ও নিরাপত্তার দাবি নিয়ে বিক্ষোভে পুরুষরাও যোগ দেন।
কিছু বিক্ষোভকারী ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলে ধ্বনি দেয়।
এই বিক্ষোভকারীরা অভিযোগ করছে যে ইসলামাবাদের সরকার তালেবান যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করছে এবং পাকিস্তানের বিমানবাহিনী পাঞ্জশেরে তালেবান-বিরোধীদের ওপর বোমা ফেলেছে, যদিও পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে থাকে।
বিবিসির সংবাদদাতা সিকান্দার কেরমানি জানাচ্ছেন, কিছুদিন আগে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান কাবুল সফর করায় আফগানিস্তানে অনেকেই আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন। সূত্র : বিবিসি বাংলা।