বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » থানচি উপজেলা চেয়ারম্যান পাহাড় কাটায় আদালতের স্বপ্রণোদিত মামলা
থানচি উপজেলা চেয়ারম্যান পাহাড় কাটায় আদালতের স্বপ্রণোদিত মামলা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচিতে উপজেলা চেয়ারম্যান বাড়ি তৈরির জন্য পাহাড় কাটার ঘটনায় আদালতের স্বপ্রণোদিত মামলায় থানচি থানার ওসি’কে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বান্দরবানের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে
বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সামির হোসাইন জানান,
বান্দরবান জেলার থানচিতে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা কর্তৃক প্রকাশ্যে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করার ঘটনায় জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক সংবাদ পর্যালোচনা এবং প্রতিবেদনের আলোকে অপরাধ গন্যে The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ১৯ (১) (সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ওসি থানচি থানাকে তদন্তপূর্বক আগামী ১৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন আদালত।
স্থানীয়দের অভিযোগ, থানচি উপজেলা বাসস্টেশন থেকে আমতলীপাড়া যাওয়ার রাস্তার পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ এলাকায় থানচি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের কোনো ধরনের অনুমোদন ছাড়াই তিন সপ্তাহ ধরে প্রকাশ্যে বাড়ি নির্মাণের জন্য দুটি স্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে সমান করেছে। উন্নয়ন কাজের অজুহাতে ইতোমধ্যে পাহাড়ের বিশাল একটি অংশ কেটে অনেকটা সাবাড় করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে লেখালেখি হওয়ায় পাহাড় কাটা বন্ধ রাখেন ক্ষমতাসীন দলের এ নেতা।