শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » দীর্ঘ ১৭ মাস বন্ধের পর খুলছে স্কুল-কলেজ : দোকানে বেড়েছে ব্যস্ততা
দীর্ঘ ১৭ মাস বন্ধের পর খুলছে স্কুল-কলেজ : দোকানে বেড়েছে ব্যস্ততা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: দীর্ঘ ১৭ মাস বন্ধের পরে সরকরী নির্দেশনায় আবার খুলছে স্কুল-কলেজ । স্কুল-কলেজ খোলার এ খবরে শিক্ষার্থী ও শিক্ষা সামগ্রীর দোকানগুলোেত বিক্রি বেড়েছে সাথে ব্যস্ততা। ১০ সেপ্টম্বর শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের বিভিন্ন মার্কেটের বই, কাগজ,কলম, স্কুল-কলেজ ড্রেসের দোকানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভীড় লক্ষ্য করা গেছে।
নবীগঞ্জ ওসমানী সড়কের আনোয়ারা বিপনী মার্কেটের রুপক লাইব্রেরী ও সুজন লাইব্রেরী,আলহেরা বইঘর,জে,কে স্কুল রােডের রিয়াজ লাইব্রেরীসহ অন্যান্য বই ও ষ্টেশনারীর দোকান গুলোতে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী ও অভিভাবকরা কাগজ, কলমসহ শিক্ষা সামগ্রী কিনতে এসেছেন ।
অভিভাবকরা তিনি জানান,দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। কাগজ ও কলম থাকলেও শেষ পর্যায়ে। অনেক দিন পরে নতুন করে স্কুল খুলছে তাই, নতুন কাগজ ও এক ডজন কলম কিনে দিলাম। এছাড়া স্কুল ড্রেসও ছোট হয়ে গেছে। মেয়ের আবদার নতুন নেবে, তাই কিনে দিলাম।
হিরামিয়া স্কুলের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী অর্পিতা জানায়, ‘অনেক দিন পরে স্কুল যাব, ভেবে মজা লাগছে। সব বন্ধুর সাথে দেখা হবে। আনন্দ করবো আমরা। সে আরও জানায়, তার জ্যামিতি বক্স হারিয়ে গেছে। এছাড়া ভেঙ্গে গেছে স্কেলও। এগুলো ছাড়া বই ও গাইড কিনতে হবে।’
আনোয়ারী সুপার মার্কেটের রুপক লাইব্রেরীর সত্ত্বাধিকারী রুপক রায় জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে বিক্রি বেড়েছে। ছেলে-মেয়েরা নিজে ও তাদের অভিভাবকদের সাথে কাগজ, কলম, প্যানসিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছে। অনেক দিন পরে ব্যবসা জমেছে ভালই।