শুক্রবার ● ১১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রধান শিক্ষকের বিরদ্ধে চাঁদাবাজির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: চাঁদা দিতে ও গৃহ পরিচারিকা হতে অপারগতা প্রকাশ করায় মনজুরা নামের এক ছিন্নমুল চানাচুর দোকানিকে স্কুল এলাকা থেকে প্রধান শিক্ষক কর্তৃক তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ৷ ১০ মার্চ সকালে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনার খবর পাওয়া গেছে ৷
ঘটনার শিকার ছিন্নমুল চানাচুর দোকানী মনজুরা বেগম এই প্রতিবেদককে জানান,প্রতিদিনের মতো আমি স্কুল সীমানার বাহিরে ভ্রাম্যমান একটি ভ্যানের মধ্যে দোকান খুলে বসতে গেলে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক তাকে উঁচু গলায় ধমক দিয়ে স্কুল এলাকা থেকে বের করে দেন ৷ কেন তাকে বের করে দেয়া হলো এমন প্রশ্নের জবাবে ছিন্নমুল দোকানী জানান, প্রধান শিক্ষক আব্দুল মালেক এই স্কুলে যোগদান করার পূর্বে স্কুলের মাঠ এলাকায় আমি আমার ক্ষুদ্র দোকানটি চালিয়ে প্রতিদিন কোন রকমে সংসার চালাতাম ৷ কিন্তু বর্তমান প্রধান প্রধান শিক্ষক আব্দুল মালেক এই স্কুলে যোগদানের পর পর-ই একদিন এসে আমাকে দোকান বাদ দিয়ে গৃহ পরিচারিকা হিসেবে তার বাসায় কাজের প্রস্তাব দেয় ৷ আমি তাতে রাজি না হওয়ায় তিনি স্কুল এলাকায় দোকান পরিচালনা জন্যে শর্ত জুড়ে দিয়ে বলেন,প্রতিমাসে ৫০০ টাকা করে তাকে চাঁদা দিতে হবে ৷ নয়তো স্কুল এলাকার বাইরে চলে যান ৷ এরপর আমি উপায়ন্তর না পেয়ে প্রস্তাবিত টাউন হল এলাকায় দোকান বসালে তিনি সেখান থেকেও আমাকে তাড়িয়ে দেন ৷ দরিদ্র ও অসহায় বিধায় এতো কিছুর পরও তিনি ক্ষান্ত না হয়ে স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার বানোয়াট অভিযোগ এনে আমাকে দোকান নিয়ে ঐ এলাকা ছাড়তে বাধ্য করেন ৷
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখকরে দোকানের টুকরো কাগজে স্কুল এলাকার পরিছন্ন পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন ৷ তিনি আরও বলেন,মনজুরা দোকান করলেও আমার কোন শিক্ষার্থী এখন থেকে তার দোকানে যাবেনা ৷ আমি কিছু শর্ত দিয়েছিলাম তা মনজুরা পূরণ করেনি ৷
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি হাছানুল হক বাছরী পাটোয়ারী বলেন,মানবিক দৃষ্টিকোন থেকে মনজুরার সাথে স্কুল কর্তৃপক্ষের দুরত্ব থাকতে পারেনা ৷ মনজুরার এই প্রতিষ্ঠানটি স্কুল এলাকাতে থাকায় স্কুলের ছাত্রছাত্রীরা নিরাপদে মুড়ি চানাচুর কিনে নিতে পারে ৷ বরং মনজুরা অন্যত্র চলে গেলে ছাত্রছাত্রীদের ঢাকা-খাগড়াছড়ি সড়ক পারি দিতে গিয়ে যে কোন সময় দূর্ঘটনা শিকার হওয়ার আশংঙ্খা রয়েছে ৷ বিদ্যালয় প্রধান শিক্ষকের সিদ্ধান্তের কারণে যে কোন দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে ?