শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩২৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ১২ শতাংশ।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন-ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মোনালিসা (২৫)। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।
আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার শাহাদাত হোসাইন (২৮),নেত্রকোণা সদরের রবি চন্দ্র (৬৫) ও আরোজ আলী (৮০), টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আব্দুল খালেক (৬০) এবং গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রুবাইয়া (২৯)।
জেলাওয়ারী করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১ জন, নেত্রকোণা জেলার ২ জন, টাঙ্গাইল জেলার ১ জন এবং গাজীপুর জেলার ১ জন।
ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৯২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৮ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩২৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ১২ শতাংশ।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৯৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১২ জন।