রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পর্যটকবাহি বাসে গুলি : আহত-২
বান্দরবানে পর্যটকবাহি বাসে গুলি : আহত-২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ভ্রমণকারী পর্যটকদের বাসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অয়সিংনু মারমা(২০) ও মেহাইচিং মারমা(২৩)। তাদের বাড়ি পার্শ্ববর্তী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার পোয়াইতু পাড়ায়। তারা রুমা উপজেলার পর্যটন কেন্দ্র বগালেকে ভ্রমণ শেষে নিজবাড়ি রাজস্থলীতে ফিরছিল সন্ত্রাসীরা তাদের গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপা এলাকায় স্থানীয় ভ্রমণকারী পর্যটকদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজন নারী ভ্রমণকারী আহত হন।
স্থানীয়দের দাবি, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর সশস্ত্র সন্ত্রাসীরা তাদের প্রতিপক্ষ গ্রুপের কেউ বাসে যাচ্ছিল এমন টার্গেট করে অন্তত ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়ে।
এদিকে, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙামাটি জেলার চন্দ্রোঘোনা খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে আহতদের ভর্তি করেন।
এ ব্যাপারে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, রুমা উপজেলার বগালেকে ভ্রমণ শেষে পার্শ্ববর্তী রাঙামাটি জেলার রাজস্থলীতে ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এই সময় গাড়িটি খাদে পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে কোন পর্যটক গুলিবিদ্ধ হয়নি।