বুধবার ● ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি এপি ব্যাটালিয়ন হাই স্কুলে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়ি এপি ব্যাটালিয়ন হাই স্কুলে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের এপি ব্যাটালিয়ন হাই স্কুলের পিছনে ভেন্টিলেটর ভেঙ্গে অফিস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার ৬ অক্টোবর ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
এসময় স্থানীয়রা আগুন নেভানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
কিন্তু ততক্ষণে অফিস কক্ষের ২’টি স্টিলের আলমারিতে থাকা মালামাল, ২টি সোফাসেট, ৪টি চেয়ার, বই-পুস্তক ১টি ল্যাপটপ, ১টি ক্যামেরা ও কাগজপত্র এবং ৩টি কাঁঠের আলমারি মালামালসহ পুড়ে যায়।
খাগড়াছড়ি জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজেশ বড়ুয়া জানান, সকাল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দিলে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা দ্রুত বিদ্যালয়ে আসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ইলিয়াস আজম জানান, বিদ্যালয়ে নৈশ প্রহরী রয়েছে। তবে গত রাতে তার অসুস্থ স্ত্রী মোবাইলে কল দিলে সে রাত ১২টার দিকে বাড়িতে চলে যায়। এ সুযোগে দুর্বৃত্তরা বিদ্যালয়ের উত্তর দিকে ভবনের পেছনের একটি ভ্যান্টিলেটর ভেঙ্গে ভেতরে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। অফিসের পেছনে ভেন্টিলেটর ভাঙ্গার চিহ্ন পাওয়া গেছে।
কোন মহল অশুভ কোন উদ্দেশ্যে এটি ঘটিয়েছে। আমরা বিষয়টি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেব।
আগুনে বিদ্যালয়ের অফিস কক্ষের সকল আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। এতে নগদ ৫০হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
জেলা শিক্ষা অফিস থেকে ঘটনাস্থল পরিদর্শনের পর তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।