শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » বইয়ের মোড়ক উন্মেচন
বইয়ের মোড়ক উন্মেচন
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি বাঘাইছড়ির সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আরাঙ এর প্রথম প্রকাশনা “আগ্পাদা” বই এর মোড়ক উন্মেচন করলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷ শুক্রবার বিকেলে রুপালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান এ বইয়ের মোড়ক উন্মেচন করেন ৷
আরাঙ এর সভাপতি ও কাচালং ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লালন বিহারী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবীর কুমার চাকমা, বাঘাইছড়িউপজেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান সুদর্শণ চাকমা, কাচালং ডিগ্রী কলেজের অধ্যাক্ষ দেব প্রসাদ দেওয়ান,বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, মারিশ্যা ইউপি চেয়ারম্যান তন্টু মনি চাকমা, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শি চাকমা, বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান তারুচি চাকমা ও বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী জোট মালিক সমিতির সাধারণ সম্পাদক গীয়াস উদ্দিন মামুন ৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, একটি জাতির সঠিক ইতিহাস, সংস্কৃতি ও বাস্তব চিত্রকে ফুটিয়ে তোলার একমাত্র মাধ্যম হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি৷ বাঘাইছড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন আরাঙ এর এ ধরনের উদ্দ্যেগ সত্যিই প্রসংসনীয় ৷ তিনি বলেন, এই প্রকাশনা প্রকাশে যারা এধরনের মহত্ উদ্দ্যেগ গ্রহণ করেছেন তাদের চিন্তা চেতনা আরো বৃহত্ হোক ৷ এই ধরনের প্রতিভা সমাজ ও দেশের উন্নয়নে অবশ্যই কাজ করবে ৷ তিনি বলেন, যুদ্ধ করে কোনদেশে শান্তি স্থাপিত হয়না বরং লেখনীর মাধ্যমে অনেকটা শান্তি স্থাপিত হয় ৷ সমাজের কল্যানে যেসব মানব কাজ করে গেছে বা গুরুত্বপূর্ণ ইতিহাসগুলো এ ধরনের প্রকাশনাতে তুলে ধরতে হবে তবেই লেখকের মৃত্য হলেও এই বই থেকে যাবে এবং পরবর্তী প্রজন্ম জানতে পারবে সমাজের অতিত ইতিহাস ৷ আরাঙ এর মতো সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে যারাই এ ধরনের উদ্দ্যেগে গ্রহণ করবে জেলা পরিষদ সবসময় সেসব সংগঠনকে সহযোগিতা প্রদান করবে ৷ তিনি আরঙ এর পরবর্তী প্রকাশনা ও সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য পরিষদ হতে ৫০হাজার টাকা সংগঠনকে প্রদান করেন ৷
আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৩৪মিঃ