সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি :: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ৷
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ৷
এর আগে, সোমবার গভীর রাতে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ডাকাতির প্রস্তুতি নেয়ার জন্য ডাকাতরা সাকোয়া ব্রীজের উত্তর পাশ্বের কুসুর উদ্দিনের স্যালোমেশিন ঘরে সংঘবদ্ধ হয় ৷ এসময় দেশীয় অস্ত্রসহ পুলিশ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে ৷
তারা হলেন, গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের বজর উদ্দিনের ছেলে কুসর উদ্দিন (৪৫), পীরগঞ্জ উপজেলার সয়েকপুর গ্রামের আঃ হামিদের ছেলে তাজুল ইসলাম (৫৩), সাদুল্যাপুর উপজেলার ইশতপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে খয়রাজ্জামান (৪৫) ও পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে ছামছুল হক (৩৫)৷
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কুসুর উদ্দিনের স্যালো মেশিন ঘরে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা ৷ পরে গোপন খবরে অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয় ৷
এ সময় তাদের কাছ থেকে ৩টি রাম দা, ২টি বড় ডেগার, তারকাটা প্লাস, বিভিন্ন সাইজের ২৯টি চাবি, কাচি ও লোহার রডসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় ৷
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা হয়েছে৷ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ৷