শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » রোহিঙ্গা শিবিরে অব্যাহত সশস্ত্র সংঘাত বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রোহিঙ্গা শিবিরে অব্যাহত সশস্ত্র সংঘাত বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে কক্সবাজারের উখিয়া - টেকনাফের রোহিঙ্গা উদবাস্তু শিবিরে ধারাবাহিক সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন অব্যাহত এসব সশস্ত্র হামলা আক্রমণ ও সংঘাতের ঘটনাবলী আগামীতে বাংলাদেশকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেবার ক্ষেত্র প্রস্তুত করছে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের মধ্যকার রক্তক্ষয়ী এসব সহিংসতা বাংলাদেশের জন্য বহুমাত্রিক বিপদ ডেকে নিয়ে আসতে পারে।রোহিঙ্গা ও রোহিঙ্গা শিবিরসমূহ কেন্দ্র করে মায়ানমারসহ আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর সশস্ত্র তৎপরতাও বাংলাদেশের নিরাপত্তার জন্য উদবেগ তৈরী করেছে। তিনি রোহিঙ্গা শিবিরকে কেন্দ্র করে এসব সশস্ত্র তৎপরতা বন্ধে সরকারকে জরুরী ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান। তিনি বলেন, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত পদক্ষেপ ও দুই চারজন সন্ত্রাসী গ্রেফতার করে এই সংঘাত পরিস্থিতি মোকাবেলা করা যাবেনা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে সরকারের অনুসৃত নীতির কোন কার্যকরিতা না থাকায় রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের সংকট আগামীদিনগুলোতে আরও নতুন মাত্রা নেবে। তিনি বলেন, এ কারণে এই সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত গড়ে তোলাও জরুরী হয়ে পড়েছে।