রবিবার ● ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » হিরোইন ও ইয়াবার মামলায় নারীর আমৃত্যু কারাদন্ড
হিরোইন ও ইয়াবার মামলায় নারীর আমৃত্যু কারাদন্ড
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: মাদক মামলায় শাহানাজ বেগম ওরফে রুমি (৩৫) নামের এক নারীকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা। একই সঙ্গে তাঁকে ৫০হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আজ রবিবার ২৪ অক্টোবর সকালে আসামির অনপুস্থিতিতে এ রায় দেন।
মামলায় অপর দুই আসামীর মধ্যে রুবেল মিয়াকে ৫ বছরের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন এবং কোন সাক্ষ্য না থাকায় মাইদুর রহমান রচিকে খালাস প্রদান করেন আদালত। শাহানাজ ও রুবেল দুজনই পলাতক রয়েছে। তাদের অনপুস্থিতিতে এ রায় প্রদান করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম শাহানাজ বেগম (৩৫)। তাঁর বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের ইলিয়াস মন্ডেলর স্ত্রী। অপর আসামী রুবেল মিয়া (২৩) সদরের খোলাহাটির পূর্বপাড়া গ্রামের মফিজুল হক কসাইয়ের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. ফারুক আহম্মেদ প্রিন্স।
তিনি জানান, ২০১৮ সালের ২ এপ্রিল গাইবান্ধার শহরের শনিমন্দির রোডে হিরোইন ও ইয়াবা কেনা বেচার সময় শাহানাজকে আটক করে সদর থানা পুলিশ। পরে শাহানাজ বেগমের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন ও ৪’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় রুবেল ও রচিকে আটক করে পুলিশ। এই ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহানাজ বেগম ও রুবেল ও রচির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও জানান, হেরোইন ও ইয়াবা বহন ও কেনা-বেচার অপরাধে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাদকসংক্রান্ত আলামতের পরিমাণ ২৫ গ্রামের বেশি হলেই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান আছে। এ কারণে আদালতের বিচারক আসামিকে আমৃত্যু কারাদন্ডাদেশে দণ্ডিত করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার