বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » তবলছড়িতে ইউপি সদস্য প্রার্থী শহিদুলের মনোনয়নপত্র বাতিল
তবলছড়িতে ইউপি সদস্য প্রার্থী শহিদুলের মনোনয়নপত্র বাতিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং সাধারণ সদস্য প্রার্থী শহিদুলের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ প্রার্থী মো. শহিদুল ইসলামের আপিল যাচাই বাছাইের পর প্রার্থীতা বাতিলের এ ঘোষণা দেন।
জানা যায়, একই ওয়ার্ডের প্রার্থী মো. নাজমুল ইসলাম নালিশ দায়ের করেন, ২০০৭/৮ অর্থ বছরে প্রার্থী মো. শহিদুল ইসলাম মাটিরাঙা উপজেলা পরিষদ এর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ওই ইউনিয়নের গৌরাঙ্গপাড়া গুচ্ছ গ্রামের প্রাক্তন প্রকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক বরাদ্দকৃত খাদ্যশস্য বিধি মোতাবেক বিতরণ না করায় তার বিরুদ্ধে একটি সার্টিফিকেট মামলা রুজু হয়। মামলা নং-১১/২০১১-১২।
যাহা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনের ধারা ৬০ উপধারা (১) এর পরিপন্থি।
জানা যায়, খাদ্য শস্যের নির্ধারিত মূল্য
২৮ লক্ষ ৪৭ হাজার ৫’শ ২৯ টাকা সরকারি কোষাগারে ৮/৬/২০১২ তারিখের মধ্যে জমা দেয়ার কথা থাকলেও জমা না করে খেলাফী দেনাদারের বিষয়টি প্রার্থী শহিদুল ইসলাম রিটার্নিং অফিসারের নিকট গোপন করেন ও ২৫/১০/২০২১ তারিখ পর্যন্ত এ অর্থ জমা প্রদান করেননি।
এরই প্রেক্ষিতে আপিল শুনানির পর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন মাটিরাঙা উপজেলা মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার।