বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহে বিগত ছয় মাসে প্রথম বারের মতো করোনা ও মৃত্যু শূন্য একদিন
ময়মনসিংহে বিগত ছয় মাসে প্রথম বারের মতো করোনা ও মৃত্যু শূন্য একদিন
ময়মনসিংহ প্রতিনিধি :: করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো করোনা সংক্রমণ ও মৃত্যুশূন্য একটি দিন পার করেছেন ময়মনসিংহবাসী। গত ৬ মাসে এই প্রথম বারের মতো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। সেইসাথে গত ২৪ ঘন্টায় মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কারো শরীরে করোনাও শনাক্ত হয়নি।
আজ বুধবার ২৭ অক্টোবর দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, দীর্ঘদিন পর বুধবার মমেক হাসপাতালে করোনা ইউনিট মৃত্যুহীন একদিন পার করেছে। বর্তমানে হসপাতালের আইসিইউতে ৪ জনসহ করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।
অপরদিকে ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় কারো শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়নি।