সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী
হাসান মাহমুদ, আলীকদম (বান্দবরান) প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন প্রতিনিয়তই অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মন্ত্রে দীক্ষিত হয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য দ্রব্য, নগদ অর্থ ও পণ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মকান্ড পরিচালনা করে আসেছে। তারই ধারাবাহিকতায় সোমবার (০১ নভেম্বর) আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের গরিব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে সেলাই মেশিন, ছাগল, মুদি পণ্য ও ষ্টেশনারী সামগ্রী বিতরণ করেছে। সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও বান্দবরান রিজিয়নের নির্দেশনায় এ অনুষ্ঠান বাস্তবায়ন করেছে আলীকদম সেনা জোন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনে জোন কমান্ডার লেঃ কর্ণেল মনজুরুল হাসান পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এসয় উপজেলার দুর্গমে অবস্থিত ৫টি বিদ্যালয়ে ষ্টেশনারী সামগ্রী, সাতটি পরিবারকে সেলাই মেশিন, ৫ পরিবারকে গৃহপালিত পশু (ছাগল), ৫ জনকে মুদি দোকানের মালামাল এবং একটি সৌর বিদ্যুৎ প্রদান করা হয়।
বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মনজুরুল হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অস্ত্র, মাদক দ্রব্য নিয়ন্ত্রনে তথা সন্ত্রাসী ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রনে সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিশ্যতেও সেনাবাহিনীর এধরণের কর্মকান্ড অব্যহত থাকবে।