মঙ্গলবার ● ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গুনীজন » লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুদ্দিনের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শোক
লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা শামসুদ্দিনের মৃত্যুতে রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শোক
বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব দেউলগ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপরায়ণ কমিউনিটি নেতা লন্ডনের প্রথম ব্রিটিশ বাংলাদেশী ড্রাইভিং প্রশিক্ষক আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (জফুর)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফানু মিয়া। উল্লেখ্য সিদেক আহমেদের বড় ভাই, সালেহ আ্হমেদের চাচা ও সাবেক কাউন্সিলর শফি আহমেদের পিতা আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (জফুর) গত ৩১অক্টোবর রবিবার সকালে ৮৪ বছর বয়সে লন্ডনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে……..ওয়া রাজেউন)।
আজ ২ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টায় মারকাজী মসজিদে হাজারো মানুষের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে তাঁকে রেডব্রিজের চিগওয়েলের গার্ডেন অফ পিসে (শান্তির উদ্যান, নতুন সাইট) দাফন করা হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব দেউলগ্রামের অধিবাসী মরহুম আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ (জফুর) লন্ডনে প্রথম ব্রিটিশ বাংলাদেশী ড্রাইভিং প্রশিক্ষক ছিলেন। সমাজসেবক, ধর্মপরায়ণ প্রবীণ এই কমিউনিটি নেতা দানশীল এবং বিনয়ী ব্যক্তি হিসেবে ব্রিটেনের মুসলিম সমাজে অত্যন্ত সুপরিচিত ও সমাদৃত ছিলেন। মসজিদ ও বিভিন্ন দাতব্য সংগঠন প্রতিষ্ঠায় তিনি ব্রিটেনে অন্যতম একজন অগ্রগামী ব্যক্তি ছিলেন।
এক শোকবাণীতে আরসিটি নেতারা বলেন, মহান আল্লাহ মরহুম শামসুদ্দিন আহমেদ (জফুরু)-কে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমীন। যুক্ত শোকবাণীতে শ্রদ্ধা নিবেদনকারী অন্যান্য আরসিটি সদস্যরা হলেন: আফসার হোসেন এনাম, আনোয়ার উদ্দিন, মাহবুব হোসেন রুনু, নিয়াজ চৌধুরী শুভন, গোলাম মো. রফিক, এমদাদ আহমেদ, জয়নুল চৌধুরী, শাহীন চৌধুরী, আবুল কালাম, গুলজার হোসেন, নাজিম উদ্দিন, ফারুক উদ্দিন, রৌশন আহমেদ ও এ.এইচ ফারুক প্রমুখ।