বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ের অভিযোগ
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ের অভিযোগ
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ১২.৩০মিঃ) মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে বিনামুল্যে ডাচবাংলা ব্যাংক কর্তৃক সরবরাহকৃত উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ৷
মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক আবুল হোসেন এই টাকা আদায় করেছেন বলে জানিয়েছেন ১ম বর্ষের শিক্ষার্থীরা ৷
টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে চলমান উপবৃত্তি ফরম পুরণকারী ১ম বর্ষের শিক্ষার্থীরা জানান,এ বার মাটিরাঙ্গা ডিগ্রি কলেজে যারা উপবৃত্তি ফরম পুরণ করেছে তাদের প্রত্যেকের কাছ থেকে নগদ ৫০ টাকা করে আদায় করা হয়েছে কোন প্রকার রশিদ ছাড়াই ৷ এই ধরনের টাকা আদায়ের ঘটনা খাগড়াছড়িসহ আশে পাশের অন্য কোন কলেজে ঘটেনি ৷ তাহলে আমাদের কলেজে কেন এমন অন্যায় হচ্ছে তার কি কোন প্রতিকার নাই ?
টাকা আদায়ের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ক্রীড়া শিক্ষক আবুল হোসেন বলেন,কলেজের সবাই টাকা আদায়ের বিষয়ে জানেন ৷ আমি সামন্য কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে নিয়েছি ৷
এ বিষয়ে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রশান্ত কুমার ত্রিপুরা জানান,উপবৃত্তির ফরম বিতরণে টাকা আদায়ে কলেজ কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত নেয়নি ৷
এ বিষয়ে খাগড়াছড়ি শাখার ডাচবাংলা ব্যাংক এরিয়া ম্যানেজার রিপন দেওয়ান জানান,উপবৃত্তির জন্য প্রতিটি কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে ফরমগুলো সরবরাহ করেছি,বিতরণ করে টাকা নেওয়ার জন্য নয় ৷
এ বিষয়ে,মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: শামছুল হককে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি ৷ পরে কলেজ পরিচালনা কমিটির সদস্য সুবাস চাকমা জানান,ফরম বিতরণে টাকা আদায়ের জন্য কলেজ পরিচালনা কমিটির কোন সিদ্ধান্ত হয়নি ৷ তবে বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষের সাথে আলাপ করবো ইত্যাদি ৷