বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পাবনায় ছাত্রী ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
পাবনায় ছাত্রী ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
পাবনা প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীকে (২১) গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ‘ফাঁসির’ দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধ ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ৷
বুধবার বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা এ সকল কর্মসূচী চলাকালে শহরের প্রাণ কেন্দ্র ও ব্যস্ততম সড়ক আব্দুল হামিদ রোড দু’ঘন্টার জন্য অচল হয়ে পড়ে ৷
এদিন বেলা ১০ টায় আব্দুল হামিদ সড়কের প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক, সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বেসরকারি সংস্থা এসপিএস, জেলা ও সদর উপজেলা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ৷
বেলা সাড়ে ১১ টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদারের নেতৃত্বে বিশাল একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে নানা শ্লোগানে মুখোর হয়ে প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন রচনা করে ৷ এ সময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ মানববন্ধনে একত্ততা প্রকাশ করে অংশগ্রহণ করে ৷
মানববন্ধন চলাকালে সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ বক্তব্য দেন৷
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা শ্লোগান সংবলিত ফেস্টুন, প্লেকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করে ৷ তারা আব্দুল হামিদ সড়কে শুয়ে ও বসে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলে ৷
বক্তারা দাবী করেন, অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবী জানান ৷ দ্রুততম সময়ের মধ্যে দাবী পূরণ করা না হলে আরও বৃহত্তর কর্মসূচী গ্রহণ করা হবে বলে মানববন্ধনে ঘোষণা করা হয় ৷
উল্লেখ্য, গত রোববার রাতে জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামের বাসিন্দা ও পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীকে (২১) অস্ত্রের মুখে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বাড়ীর পাশ্বর্বর্তী খালের মধ্যে গণধর্ষণ করে একদল ধর্ষক ৷ পরে তার চিত্কারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহতবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে ৷ পরদিন সকালে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ৷ পুলিশ ৭২ ঘন্টা পার হলেও মূল আসামীদের আটক করতে পারেনি ৷ ফলে পুলিশের উপর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ৷