শুক্রবার ● ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের বিনাভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম ঘোষণার অপেক্ষায়
রাউজানের বিনাভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম ঘোষণার অপেক্ষায়
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ১৪টি ইউনিয়ন পরিষদে বিনাভোটে নির্বাচিত চেয়ারম্যান মেম্বারগণ এখন অপেক্ষায় আছেন সরকারি ভাবে নির্বাচিত ঘোষনার। এই উপজেলার সৌভাগ্যবান ১৪ চেয়ারম্যান, এক শত ২৬ পুরুষ ও ৪২ জন নারী সদস্য স্ব স্ব নির্বাচনী এলাকায় একক প্রার্থী হওয়ার সুযোগ হয়েছিল। এই উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১ জন বর্তমান চেয়ারম্যান স্বপদে বহাল থাকলেও কদলপুর, বিনাজুরী ও নোয়াপাড়া আসছেন নতুন তিন চেয়ারম্যান। বর্তমান মেম্বারদের অনেকেই বাদ পড়লেও ওয়ার্ড পর্যায়ে এসেছেন অনেক নতুন মেম্বার। বিনাভোটে নির্বাচিতদের নিয়ে হাটবাজারে নানা মুখি আলোচনা থাকলেও অনেকেই মনে করছেন ভোট হলে প্রার্থীর পক্ষ বিপক্ষে মারামারি সংঘর্ষ দেখতে হতো। এই দৃষ্ঠিকোণ থেকে রাউজানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সকলেই খুশি। ইউপি নির্বাচনে ওয়ার্ড পর্যায়ে প্রার্থী বাছাই কাজে যারা সক্রিয় ছিলেন তাদের মধ্যে একজন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে। বিনাভোটে নির্বাচিত হওয়াকে তিনি মনে করছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে গণমানুষের ঐক্যবদ্ধতার ফসল এই নির্বাচন। তৃনমুলের মতামতের আলোকে তিনি যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়ায় প্রার্থী নির্বাচন নিয়ে কারো দ্বিমত না থাকায় একক প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত নির্বাচিত পাহাড়তলীর চেয়ারম্যান রোকন উদ্দিন বলেছেন সাংসদের মেধা ও রাজনৈতিক দুরদর্শিতায় নির্বাচনকালীন সময়ও রাউজান শান্ত, নেই কোন দলাদলি, রক্তপাত। এই উপজেলার প্রতিটি ইউনিয়নে এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে মানুষ আনন্দ উচ্ছ্বাসে আছে। সকলেই শান্ত পরিবেশ নিয়ে খুশি। উপজেলা নির্বাচনী কর্মকর্তা অরুন উদয় চাকমা জানিয়েছেন সর্বশেষ তথ্য অনুসারে ১১ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। কোনো প্রার্থী প্রত্যাহার না করায় সকলেই বেসরকারি ভাবে নির্বাচিত বলে ধরে নেয়া যাবে। তবে সরকারি ভাবে ঘোষনা করা হবে ২৮ নভেম্বর দিনের শেষে। ১৪ ইউনিয়নে ১৪ চেয়ারম্যনদের মধ্যে হলদিয়া ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী লালু, চিকদাইর ইউনিয়নে প্রিয়োতোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবসার বাশি, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্রলাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে ব্যাংকার নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী,পাহাড়তলী ইউনিয়নে এম.রোকন উদ্দিন,পূর্বগুজরা ইউনিয়নে এম.আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ,উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল,নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভুপেশ বড়ুয়া,নোয়াজিশপুর ইউনিয়নে এম.সরোয়ার্দি সিকদার।
আরফাত স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাউজান :: চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে ওয়াই কে,বি ফ্রেন্ডশীপ ক্লাবের আয়োজনে আরফাত স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর শুক্রবার বিকালে রাউজান সরকারি কলেজ মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা ক্রীড়া সংস্থা ও ওয়াই কে,বি ফ্রেন্ডশীপ ক্লাবের উপদেষ্টা ওসমান গনি রানার পরিচালনায়, ওয়াই কে,বি ফ্রেন্ডশীপ ক্লাবের সভাপতি মো: এয়াকুব আলীর সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার ২ য় প্যানল মেয়ের এডভোকেট সমির দাশ, কাউন্সিল জানে আলম জনি,রাউজান উপজেলা যুবলীগের যুগ্মসম্পদ আবু ছালেক, সাবেক খোলোয়াড় কামরুল হাসান মুজিব, রাউজান খেলোয়াড় সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন সেকু। জমজমাট খেলাটি রেফারি দায়িত্ব থেকে খেলা পরিচালনা করেন মো: রাসেল। এতো আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ, শাহেদ, রাশেদসহ প্রমুখ। ফাইনাল খেলায় দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেন। এই টুর্ণামেন্টের সার্বিক সহযোগীতা করেন প্রবাসী ও খেলোয়াড় মো: রোকন। এতে আরফাত স্মৃতি ফুটবল একাদশ বনাম ইয়াসিন স্মৃতি ফুটবল একাদশ। এতে দুই গোলে এগিয়ে থেকে শিরোপা জয় লাভ করের আরফাত স্মৃতি ফুটবল একাদশ।