মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রুমা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী। মঙ্গলবার (৩০ নভেম্বর) পরিষদ মিলনায়তনে এসব সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী আইন শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভোটগ্রহন কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট সকলের সন্তোষ প্রকাশ করা হয় এবং নির্বাচনের পরবর্তী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
এসময় আইসিটি কমিটি, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, ও চোরা চালান প্রতিরোধ কমিটিসহ ৭টি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জুয়েল বম, উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, রুমা থানার ওসি মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী, পিআইও আলী নূর, ইউআরসি ইস্ট্যাক্টর কাউছারুল ইসলামস, সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমাসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে প্রধান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
পরে মাসিক উন্নয়ন সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।