বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে মৎস্য শ্রমিকের রহস্যজনক মৃত্যু
মিরসরাইয়ে মৎস্য শ্রমিকের রহস্যজনক মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে নাছির মোল্লা (৩১) নামে এক মৎস্য শ্রমিকের রহস্য জনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুহুরি প্রজেক্ট এলাকার মোস্তাফিজুর রহমান সেলিমের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটেছে। নিহত নাছির মোল্লা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের জামাল মোল্লার পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। সেলিম মৎস্য প্রকল্পের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সেলিম বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে আমার মৎস্য প্রকল্পের তত্বাবধায়ক নাছির মোল্লার মৃত্যুর খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৎস্য প্রকল্পের পাহারাদারের থাকার ঘরের তীরের সাথে গামছা পেঁচানো অবস্থায় পাহারাদার নাছিরের ঝুলন্ত লাশ দেখতে পাই। সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৎস্য প্রকল্পের পাহারাদারের ঘর থেকে তীরের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগলো অবস্থা থেকে মৎস্য শ্রমিক নাছির মোল্লার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
তবে মোবাইলে পরকীয়া ও প্রেম ঘটিত বিষয় নিয়ে প্রেমিকার সাথে অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, পোস্টমর্টেম শেষে লাশ হস্তান্তর করা হবে।