বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জে বঙ্গবন্ধু’র ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
নবীগঞ্জে বঙ্গবন্ধু’র ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
নবীগঞ্জ প্রতিনিধি :: (১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে৷
“শিশু গড়বে নতুন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের গুরম্নত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে শেষে পরিষদ মিরানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষক আলী আমজদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী৷ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা তথ্য অফিসার গিয়াস উদ্দিন৷ এতে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিৰা কর্মকর্তা ছাদেক হোসেন, প্রাথমিক শিৰা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত্ হোসেন, শিক্ষক রাজিব চন্দ্র দাশ, শিক্ষিকা শাহানুর আক্তার পান্না, সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছাত্রী সাহেলা রহমান তিশা, মৌ মিথা তাবাসুম ইসরাত প্রমুখ৷
এতে সরকারী কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন স্কুলের শত শত শিশু শিক্ষার্থী অংশ নেয়৷
অনুষ্টানের শেষে মেধাবী প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ৷
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অত্যনত্ম ভালবাসতেন আর সে কারণেই বাংলাদেশ জাতির পিতার জন্ম দিবসকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়৷ তিনি বলেন, বঙ্গবন্ধু যে জাতির পিতা তা ইতিহাস বলে দিবে৷ শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্যই ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বপরিবারে হত্যা করা হয়েছিল৷ কিন্তু ইতিহাস বড় বিরল, তা থেকে কারো অবদান মুছে যায়না৷ তিনি আরো বলেন, যদি কোন সময় জামাত শিবির রাজাকাররা ক্ষমতায় আসে তাহলে দেশের জাতীয় সঙ্গীতও বদলে দেবে৷ তাই এসব দেশাদ্রোহী লোকদের থেকে সাবধান থাকতে হবে৷