বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বঙ্গবন্ধু’র ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত
ঝিনাইদহে বঙ্গবন্ধু’র ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি ::(১৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩৫মিঃ) ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে৷ এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ জেলা প্রশাসন এ সব অনুষ্ঠানের আয়োজন করে৷ এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়৷ র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়৷ র্যালিতে জেলা প্রশাসকন, পিটিআইসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিশু শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন৷
এদিকে জাতীয় শিশু দিবসে ঝিনাইদহ পিটিআই পরীক্ষন বিদ্যালয়ে র্যালি, আলোচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন পিটিআই এর সুপারটেনডেন্ট মোঃ আতিয়াার রহমান৷ তাছাড়া পিটিআই শিক্ষক ও শিক্ষার্থীরা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভা শেষে কেক কেটে মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস পারন করে৷ কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পিঅিাই এর সুপারটেনডেন্ট মোঃ আতিয়াার রহমান,সহকারী সুপারটেনডেন্ট মোঃ আবু তৌহিদ,ইন্সট্রাকটার মোঃ আলী আহসান, সুবোধ কুমার রায়, মোঃ মোতিউল ইসলাম, নাজননি আক্তার, কৃষ্ণ কুমার মূখার্জী, মোঃ রাকিব উল্লাহ, মোঃ আবুল কুমার আজাদ ,মোঃমিজানুর রহমান,দেবাশীষ রায়,মোঃ রাশেদুল ইমাম ও সত্যজিত্ কুমার বসু ৷ উপস্থপনা করেন দিব্যেন্দু কুমার পাল ও রাবেয়া হক৷ শিক্ষাথীদের মধ্যে হাসনুজ্জামাান, কোহিনুর খাতুন, প্রিয়তী, আফরিন সুলতানা রিমি,জাহাঙ্গীর আলম,ইসরাত জাহান পিংকী, রুমি খাতুন, মুসফিকুস সালেহী বিকু,আবদুল ফাত্তাহ, ওবাইদুল হক, তৌফিক,সুমন আবুল হাসান ও পাপিয়া সুলতানা প্রমুখ।