সোমবার ● ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অগ্নিকান্ডে কৃষকের মালপত্র পুড়ে ছাই
বিশ্বনাথে অগ্নিকান্ডে কৃষকের মালপত্র পুড়ে ছাই
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এক কৃষকের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডের এ ঘটনায় টিনসেডের পাকা একটি বাংলোঘর ও একটি গোয়ালঘরে থাকা কবুতরসহ ৫লাখ টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
রবিবার (১২ ডিসেম্বর) ভোররাত ৩টারদিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের আব্দুল কাহার (৫৮) নামের এক কৃষকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, পাশের ঘরের প্রতিপক্ষ দিলশাদ আলীর মামলায় দীর্ঘদিন থেকে কৃষক আব্দুল কাহার পলাতক রয়েছেন। দিলশাদ আলী ও আব্দুল কাহারের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে এবং এ নিয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামওলা রয়েছে।
স্বামী কাহার পলাতক থাকায় তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) হাইস্কুল ও কলেজে পড়–য়া দুই মেয়েকে নিয়ে তিনি বাড়িতে একা বসবাস করে আসছেন।
ঘটনারদিন শনিবার দিবাগত রাত সাড়ে ১০টারদিকে খাবার-দাবার শেষে তিনি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টারদিকে হঠাৎ বিকট শব্দ শুনে তার ঘুম ভাঙে। এরপর জানালা খুলে দেখতে পান তার পূর্বের ঘরে কেবা-কারা আগুন দিয়ে দৌড়ে চলে যাচ্ছে।
এসময় মোবাইল ফোনে পাড়া-প্রতিবেশীদের জানিয়ে তিনি ঘর থেকে বের হয়ে বাংলো ও গোয়াল ঘরের তালা খুলে চিৎকার করতে করতে একটিমাত্র ষাড়টিকে বের করেন।
এসময় তার আর্ত-চিৎকারে পাশের ঘরের আব্দুল মতিন (৪৫), পাশের বাড়ির আব্দুর রউফ (৫৫), সেবুল আহমদ (৩০), মামুন মিয়া (২২), নাছির মিয়াসহ (১৯) ১৫/২০জন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন।
কিন্তু তথক্ষণে আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধেই বাংলো ও গোয়ালঘরের ৫টি কক্ষের ছড়িয়ে পড়ে। এতে দুই ঘরের টিন, ৩৫টি কবুতর, একসেট সোফা, বড় একটি বক্স-পালং, ৬টি চেয়ার, একটি টেবিলসহ প্রায় ৫লাখ টাকার আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক কাহারের স্ত্রী ফাতেমা বেগম সাংবাদিকদের বলেন, তার প্রতিপক্ষরাই পূর্ব-বিরেধের জেরে তার ঘরে আগুন দিয়েছে।
তার দাবি, সিলেট আদালতে তার স্বামীর দায়ের করা একটি মামলায় জেল থেকে জামিনে বেরিয়ে এসে তার প্রতিপক্ষরা তার ঘরে আগুন দিয়েছে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবির্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে কবুতরসহ আসবাবপত্র পুড়েছে সঠিক। তবে, এ ঘটনায় এখনও কোন মামলা দেয়া হয়নাই। থানায় মামলা দেওয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।