বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অগ্নিকান্ডের ঘটনায় মামলা
বিশ্বনাথে অগ্নিকান্ডের ঘটনায় মামলা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের সাতপাড়া গ্রামের কৃষক আব্দুল কাহারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে কৃষক কাহারের স্ত্রী ফাতেমা বেগম (৫০) বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন, (মামলা নং ১০)।
মামলায় তাদের প্রতিপক্ষ একই গ্রামের মৃত মতলিব মিয়ার ছেলে দিলশাদ মিয়া (৪৫), তার সমন্ধিক পার্শবর্তি ছাতক উপজেলার পলিরগাঁওয়ের আব্দুল খালিক (৫০), শ্যালক ডালিম মিয়া (২৬) এবং সাতাপাড়া গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে আব্দুর রবকে (৪০) আসামি করা হয়েছে।
এরা ছাড়াও মামলায় অজ্ঞানামা আসামি রাখা হয়েছে আরও ৬জনকে।
এর আগে গত রোববার ভোররাত ৩টারদিকে কৃষক আব্দুল কাহারের (৫৮) বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে টিনসেডের পাকা একটি বাংলোঘর ও একটি গোয়ালঘরের টিন, ৩৫টি কবুতর, একসেট সোফা, বড় একটি বক্স-পালং, ৬টি চেয়ার, একটি টেবিলসহ প্রায় ৫লাখ টাকার আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।
একই সাথে বসতঘরসহ অগ্নিকান্ডে বষ্মীভূত ওই দুই ঘরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মামলার বাদী ফাতেমা বেগম বলেন, প্রতিপক্ষ দিলশাদ আলীর সঙ্গে বাড়ির জায়গা নিয়ে তার স্বামীর দীর্ঘদিনের বিরোধ চলছে।
যেকারণে প্রতিপক্ষ দিলশাদের মামলায় দীর্ঘদিন থেকে তার স্বামী আব্দুল কাহার পলাতকও রয়েছেন। ফলে হাইস্কুল ও কলেজে পড়ুয়া দুই মেয়েকে নিয়ে তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে ঠিকই, তবে বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।