রবিবার ● ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » সিএইচটি মিডিয়ার শ্রেষ্ঠ রিপোর্টার আবুল কাশেম
সিএইচটি মিডিয়ার শ্রেষ্ঠ রিপোর্টার আবুল কাশেম
বিশ্বনাথ প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ২০২১ সালের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের মো. আবুল কাশেম। তিনি দীর্ঘদিন ধরে ওই অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার পদে কর্মরত। মো. আবুল কাশেম ওই নিউজ পোর্টালের সাথে শুরুতে বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে যুক্ত হন। দীর্ঘ ৬ বছর কাজ করার পর ২০১৯ সালের নভেম্বর মাসে তাকে স্টাফ রিপোর্টারে পদায়ন করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সংবাদ নিয়মিত প্রেরণ করায় নিউজ পোর্টালের ৭ম বর্ষপূর্তিতে সম্প্রতি সম্পাদকমন্ডলীর মূল্যায়ন সভায় তাকে শ্রেষ্ট রিপোর্টার হিসেবে নির্বাচিত করা হয়।
মো. আবুল কাশেম এর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্যানেল এবং সম্পাদকমন্ডলী।