শিরোনাম:
●   নবীগঞ্জে যৌথ অভিযানে ৬২২ পিস ইয়াবাসহ গ্রেফতা-১ ●   শহীদ বিপুল-সুনীল-লিটন-রুহিনদের স্মরণে ঢাকায় স্মরণসসভা ●   সাংবাদিক’কে আইনজীবী আলিফ হত্যায় মামলায় ফাঁসানোর হুমকি ●   ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ●   শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পর্যটন সহায়ক ●   ঘোড়াঘাটে উপজেলা পর্যায়ে কারিতাসের মতবিনিময় সভা ●   নবীগঞ্জে মালামালসহ পিকআপ ভ্যান ডাকাতি গ্রেফতার-১ ●   সংবিধান সংস্কার কমিশনে ইউপিডিএফের ১৭টি প্রস্তাবনা ●   তামাক ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইন জরুরি ●   রাউজানে মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতকালীন সবজি ●   খাগড়াছড়ি-পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ●   চুয়েট ও STEMX365 এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ●   রাঙামাটিতে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন ●   রাউজানে বাংলা মদসহ সিএনজি অটোরিকশা আটক ●   পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটি গঠিত ●   কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ঘটনায় দুই মহিলা আটক ●   জয়পুরহাটে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা ●   ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নতুন অফিস উদ্বোধন ●   ঈশ্বরগঞ্জে জয়িতাদের সংবর্ধনা ●   ঘোড়াঘাটে আন্তজার্তিক দূর্নীতিবিরোধী দিবস পালিত ●   মিরসরাইয়ে মারধর করে সাড়ে ৮ লাখ টাকার মাছ চুরি ●   একটি জাতি পরিবর্তনের মূল চাবিকাঠি তরুণ সমাজের হাতে : চুয়েট ভিসি ●   ছিনতাইকৃত ৪টি মোবাইলসহ গ্রেফতার-১ ●   বৈচিত্রের মধ্যে বাংলাদেশ জাতিরাষ্ট্রকে তার জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ ●   সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ! আটক-৩ ●   আজকালের আলো সাহিত্য পুরস্কার-২৪ পেলেন হাফিজুল ইসলাম লস্কর ●   মিরসরাই প্রেসক্লাবের দায়িত্ব পেলেন সাংবাদিক নুরুল আলম ●   রাউজানে অটোরিক্সায় ট্রাকের ধাক্কা নিহত-১ ●   উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে গণতান্ত্রিক উত্তরণে বাস্তবায়নযোগা উদ্যোগ নিন-সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরখাস্ত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওসি তদন্তসহ ২ এসআই’র বিরুদ্ধে অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওসি তদন্তসহ ২ এসআই’র বিরুদ্ধে অভিযোগ
বুধবার ● ২৯ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ওসি তদন্তসহ ২ এসআই’র বিরুদ্ধে অভিযোগ

--- স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তীসহ তিন পুলিশের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের কাছে অভিযোগ দায়ের করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালক ইলিয়াস আলী।

এমন অভিযোগ এনে গত রবিবার (২৬ ডিসেম্বর) পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ইলিয়াস আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পূর্ব মকসেদপুরের মৃত ইসলাম উদ্দিনের ছেলে ইলিয়াস আলী (২৮)। অভিযুক্ত বাকি দুইজন বিশ্বনাথ থানার এসআই অরুপ সাগর ও এসআই জয়ন্ত।

তবে, এবিষয়টা জানেন না জানিয়ে ওসি রমা প্রসাদ সাংবাদিকদের বলেন, যে কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অভিযোগটি আমার উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত করে দেখবেন বলে তিনি জানান।

একইভাবে বিষয়টি জানেন না জানিয়ে এসআই জয়ন্ত সাংবাদিকদের জানান, গত এক সপ্তাহ আমি ছুটি কাটিয়ে গত ২৪ ডিসেম্বর শনিবার রাতে ডিউটিতে যোগ দেই।

তবে, এসআই অরুপ সাগর সাংবাদিকদের জানান, আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চালক ইলিয়াস আলী দীর্ঘদিন ধরে বিশ্বনাথের শ্রমিক নেতা জুনাব আলীর বাসায় ভাড়া থাকেন।

ইয়াবা দিয়ে ফাঁসাতে শ্রমিক নেতার নাম না বলায় পুলিশ তাকে গত ২৩ ডিসেম্বর রাত ২টায় এসআই অরুপ সাগর ও এসআই জয়ন্ত বাসায় গিয়ে হাতকড়া লাগিয়ে মারধর শুরু করেন।

এমনকি স্ত্রী ববিতা ও ১০ মাসের শিশুর উপরও আঘাত করে পুলিশ। এরপর ইলিয়াসকে নিয়ে থানায় এসেও মারধর করেন তারা।

শ্রমিক নেতার নাম বলতে মারধরের পাশাপাশি নানা ভয়ভীতিও দেন তারা। অবশেষে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে পরদিন বিকেলে ইলিয়াসকে ছেড়ে দেয়া হয় থানা পুলিশ।

ছাড়া পেয়ে বাসায় গিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সিলেট ওসমানী হাসপাতালে গিয়ে নিজে চিকিৎসা নেন ইলিয়াস।

আরও জানা গেছে, গত ১২ ডিসেম্বর বিকেলে ইলিয়াসকে মোবাইল ফোনে রামপাশা বাজারে ডেকে নেন এসআই অরূপ সাগর। এসময় এসআই অরূপ সাগরের কথায় তিনি সরল বিশ্বাসে ব্যবসায়ী আলমগীরের দোকান দেখিয়ে দেন।

ওই দোকানে অভিযান চালিয়ে অনেক ইয়াবা উদ্ধারের পর ব্যবসায়ী আলমগীরের হাতে হাতকড়া লাগায় পুলিশ। তখন স্থানীয় লোকজন সমবেত হলে আ’লীগ নেতৃবৃন্দের সুপারিশে ও টাকার বিনিময়ে পুলিশ আসামিকে ছেড়ে চলে যায়।

এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না বলে তিনি জানান।

বিশ্বনাথে অসহায় রোগীদের শীতের কম্বল দিলেন এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অসহায় রোগীদেরকে শীতের কম্বল দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংসদ সদস্যের পক্ষে তার এপিএস অসিত রঞ্জন দেব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমানের হাতে কম্বলগুলো তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য নুর উদ্দিন, মো. আবুল কাশেম ও আহমদ আলী হিরন প্রমুখ।

বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি-নাঈম, সম্পাদক-পাভেল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’ এর ২০২২-২০২৩ অর্থ বছরের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে এমদাদ হোসেন নাঈমকে পুণরায় সভাপতি ও পাভেল আহমদকে পুণরায় সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) কমিটির অনুমোধন দেন নির্বাচক কমিটির প্রধান ও সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি সাহেদ আহমদ প্রিন্স, আবুল কালাম আজাদ, মো. আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক মো. বকুল আহমেদ, বিজয় দেব, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ খান, সহ-সাংগঠনিক রাসেল মিয়া, মো. শাহজাহান আলী, অর্থ সম্পাদক সৌমিত্র ধর, সহ-অর্থ সম্পাদক জসিম আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হৃদয় রেদওয়ান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রশিদ, ক্রীড়া সম্পাদক কামরান আহমেদ, সহ-ক্রীড়া সম্পাদক আক্তার আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মশাহিদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিদ্যুৎ দাশ, অফিস ম্পাদক শুভ দেব।

কমিটির কার্যকরি সদস্যরা হলেন, মো. ইলিয়াস আলী, আশরাফ আহমেদ, আশরাফুল ইসলাম নবেল, ঝুমন আহমদ।

প্রবাসী সদস্য মুমিনুল ইসলাম সামাদ (কানাডা), মো. সাইফুর রহমান (দুবাই), আব্দুল বাতিন (ইংল্যান্ড), মিজানুর রহমান (ইতালী), শেখ শামিম আহমদ (পর্তুগাল), মো. নুরুল ইসলাম (ইংল্যান্ড), সৈয়দ আব্দুল্লাহ দিদার (ইংল্যান্ড)।

সিনিয়র সদস্য কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেবরায়, দিনাজ পাল, সুমিত ধর, পিন্টু চন্দ্র দেব।

বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের কম্বল বিতরণ

বিশ্বনাথ :: বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেছেন, প্রবাসীরা আমাদের প্রাণ। তারা সব সময় দেশের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীদের অগ্রনী ভুমিকা রয়েছে শিক্ষায়।

পিছিয়ে পড়া শিক্ষাকে এগিয়ে নিতে প্রবাসীরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।

তিনি বুধবার (২৯ ডিসেম্বর) দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ে সহকারি শিক্ষক রফিক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজর অধ্যক্ষ শংকর কান্তি মন্ডল, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ক্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল মতিন, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল রবান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আখলাকুর রহমান, শিক্ষানুরাগী মফিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী লায়েক আহমদ, তারেক আহমদ, জিহাদ আহমদ জাকু, আশফাকুর রহমান ওয়েছ, শিক্ষানুরাগী নেছার আহমদ মুজিব, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য শফিকুর ইসলাম শফিকসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বাসার।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার দু:স্থ ও অসহায় ৩৫০ পরিবারের সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।





আর্কাইভ