বৃহস্পতিবার ● ৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির ৫ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত যারা, ১টিতে ফলাফল স্থগিত
খাগড়াছড়ির ৫ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত যারা, ১টিতে ফলাফল স্থগিত
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪জন। গোলাবাড়ি ইউনিয়নের ১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত।
বুধবার ৫ ডিসেস্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করতে দেখা যায়।
এদিকে, বিচ্ছিন্ন এক ঘটনায় গোলাবাড়ি ইউনিয়নের ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার ৪ইউনিয়নে
বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন : খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্ঞান দত্ত ত্রিপুরা নৌকা প্রতীকে ২৪৪২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রীতি বিন্দু চাকমা আনারস প্রতীকে ২০০১ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মংচাপ্রু মারমা (সুইপ্রু) চশমা প্রতীকে পেয়েছেন ১৫৪৯ ভোট।
কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী(স্বতন্ত্র) সুনীল চাকমা ৪৬৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী সাউপ্রু মারমা পেয়েছেন ২২৭৫ভোট ও মোঃ ইউসুফ আলী(ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাত পাখা প্রতীকে পেয়েছেন ১৩৩৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সুইনু মারমা চশমা প্রতীকে পেয়েছেন ৪০২ভোট।
পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তপন বিকাশ ত্রিপুরা নৌকা প্রতীকে ৩০৮০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৭০৬ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নিবু লাল রোয়াজা চশমা প্রতীকে পেয়েছেন ১১৭৫ভোট।
ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী(স্বতন্ত্র) সুজন চাকমা আনারস প্রতীকে ৫১৩৯ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী পরিমল ত্রিপুরা নৌকা প্রতীকে ৪৭৫২ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী মিন্টু বিকাশ ত্রিপুরা চশমা প্রতীকে পেয়েছেন ১৯৭৬ভোট।
গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উল্লাস ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ১৪৬৪ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ক্যউচিং মারমা ১৭১৮ভোট পেয়ে এগিয়ে আছেন, বিষ্ময় রঞ্জন ত্রিপুরা(স্বতন্ত্র) প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ৮৪৩ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এরশাদ হোসেন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩০৬ভোট।
১টি কেন্দ্র স্থগিত হওয়ায় ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে।
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের চাপায় চাঁদের গাড়ির চালকের মৃত্যু
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা সড়কের ৫মাইল এলাকায় বাসের চাপায় চাঁদের গাড়িচালক আইয়ুর আলী নিহত হয়েছে।
বিক্ষুদ্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে কাউন্টারসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এতে শহরে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিলো। পরে প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বুধবার ৫ জানুয়ারি সকালে খাগড়াছড়ির-দীঘিনালা সড়কের ৫মাইলে গাড়ি পাশকাটাকে কেন্দ্র করে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও শ্রমিকবাহী একটি চাঁদের গাড়ির চালকের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উভয়ে মারামারিতে লিপ্ত হন। এসময় বাসটির চালক টেনে চলে আসার সময় বাসের চাপায় খাগড়াছড়ি ৬নং পৌর ওয়ার্ডের শালবন এলাকার চাঁদের গাড়িচালক আইয়ুব আলী (২৪) ঘটনাস্থলে মারা যান।
ঘটনার পর পরই বিক্ষুদ্ধ লোকজন খাগড়াছড়ি শহরের শান্তি কাউন্টারসহ কয়েকটি বাস ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ পরিবহন নেতাদের সঙ্গে বসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখান আহ্বান জানান।