শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সরকারের কোটি টাকা সম্পত্তি উদ্ধার”র ১ দিনের ব্যবধানে ফের দখল
সরকারের কোটি টাকা সম্পত্তি উদ্ধার”র ১ দিনের ব্যবধানে ফের দখল
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ পৌর শহরতলীর ছালামতপুর এলাকায় অবস্থিত সরকারের কোটি টাকার বিল রকম ভুমি অবৈধ দখলদারদেও কবল থেকে উদ্ধারের একদিনের ব্যবধানে ফের অবৈধ দখল করার খবরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ অবৈধ দখলদার’রা পূণরায় ওই ভুমিতে ৩টি টিনসেটের ঘর নির্মাণ করায় তাদেও কুটিঁর জোর কোথায় এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ স্থানীয় প্রশাসনও রয়েছে নীরব৷ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরকারী ভূমিতে ঘর নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও বিলের পাড়ে তিন’টি টিনসেট ঘর নির্মাণ করায় গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লোকদের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন৷ কিন্তু অবৈধ ভুমি কেখোরা পুণরায় ওই জায়গায় বৃহস্পতিবার গভীর রাতে ৩টি টিনসেটের ঘর নির্মাণ করেছে৷
সুত্রে জানাযায়, নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে অবস্থিত পৌর শহরতলীর ছালামতপুর মৌজাস্থ জে,এল,নং ৯০, হাল ৯৩, দাগ নং ৩৩৬, হাল দাগ নং ৩৬৭ এর মোট মোয়াজি ৪ একর ৭১ শতক সরকারী ভুমি রয়েছে৷ এর মধ্যে পৌর বাস টার্মিনালের দখলে রয়েছে ২ একর ১৫ শতক ও গ্যাস অফিসের দখলে প্রায় ১ একর৷ বাকি ১ একর ৫৬ শতক সরকারী বিল রকম ভূমি জবর দখলের চেষ্টা করছেন এক শ্রেণীর ভুমিখেকো প্রভাবশালীরা৷ সম্প্রতি ছালামতপুর গ্রামের মৃত রিয়ান উদ্দিনের ছেলে ওয়াহিদ উদ্দিন ও তাজ উদ্দিনের ছেলে নুরম্নল ইসলামের নেতৃত্বে ৭/৮ জনের একদল ভুমি দসু্য সরকারের বিল রকম কোটি টাকার ভুমি জবর দখলের জন্য তিন’টি টিন সেট ঘর নির্মাণসহ মাটি ভরাট করার কাজ শুরু করে৷ খবর পেয়ে গ্রামবাসী বাধা দিলেও তারা কোন তোয়াকা করেনি৷ ফলে গত সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বরাবরে গ্রামবাসীর পক্ষে মোঃ মালদার মিয়া সরকারের কোটি টাকার ওই সম্পত্তি রক্ষার জন্য জনস্বার্থে একটি আবেদন করেন৷ এর প্রেক্ষিতে তাত্ক্ষনিকভাবে ভুমি অফিসের সার্ভেয়ারকে সরজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার নিদের্শ প্রদান করেন৷ সার্ভেয়ার আমিনুল ইসলাম সরজমিনে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধসহ অবৈধভাবে নির্মিত স্থাপনা গুটিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন৷ অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করেন৷ কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করেই সরকারী ভূমিতে তিন’টি ঘর নির্মান করে প্রভাবশালীরা৷ এ ঘটনায় এলাকায় বিরম্নপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ গত মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ ভাবে সরকারী ভূমিতে নির্মিত অবৈধ তিন’টি স্থাপনা উচ্ছেদ করেন৷ এদিকে উচ্ছেদ করার এক দিনের ব্যবধানে গত বৃহস্পতিবার গভীর রাতে উক্ত ওয়াহিদ উদ্দিন ও নুরুল ইসলাম গংরা পুণরায় সরকারের কোটি টাকার সম্পত্তি অবৈধ ভাবে দখল করার উদ্দেশ্যে ঘর নির্মাণ করে৷ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ যে কোন মুর্হুেত রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় লোকজন৷ অপর একটি সুত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদেও কোন ব্যবস্থা গ্রহন না করলে, গ্রামবাসী সম্মিলিতভাবে অবশিষ্ট ভুমি দখল করার পরিকল্পনা করছে ৷