শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাথে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগের সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রি-ইঞ্জিনিয়ারিং ভবনের আইআইসিটির সেমিনার কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে চুয়েটের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের সমন্বয়ক ছিলেন চুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার।
সমঝোতা স্মারকে চুয়েটের পক্ষে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে গবেষণা অনুষদের ড. উইলিয়াম ই. ঘান সমন্বয়ক ছিলেন। চুক্তির আওতায় আগামী ৫ বছর যাবত দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ সেমিনার-কর্মশালা আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে।