শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
গাইবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি:: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ৷
গ্রেফতাররা হলেন- ফুলছড়ি উপজেলার দক্ষিন খোলাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে ইউনুস আলী (৩৫), একই উপজেলার খাটিয়া মারির চর গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে আবুল কালাম (৩৮), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার প্রজাপতির চর গ্রামের রবি চাঁনের ছেলে শফি আলম (২৫), ও একই উপজেলার উত্তর বরুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে সুজন মিয়া (৩৬)৷
এদিকে বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলা শহর এলাকা থেকে শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়৷
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. খায়রুল বাশার জানান, গ্রেফতার চার ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য৷ তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফুলছড়ি, বাহাদুরাবাদ নৌ-ঘাট, ইসলামপুর, সারিয়াকান্দি ও সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে৷
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মমতাজ উদ্দিন (৫০) নামে এক ডাকাতকে অপহরণের পর হত্যার ঘটনায় মামলা রয়েছে৷ সমপ্রতি এসব মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷ ফুলছড়ি থানায় তাদের নামে ১৪টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে৷ এরপর থেকে তারা পলাতক ছিলেন৷ গোপন সংবাদের ভিত্তিতে দুপচাচিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷ তাদের প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে শনিবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি৷