শনিবার ● ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটায় বাংলাদেশের রোটারি ক্লাব অফ ঢাকা অবনী ও কানাডার রোটারি ক্লাব অফ টরন্টো ডানফোর্ট এর যৌথ উদ্যোগে উপজেলার চর এলাকায় সার্ভে করে পনেরোটি পরিবারের প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
এছাড়াও গোল্ডেন ঈগল ও অবনী ওপেন এয়ার স্কাউট দল শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাপী ক্যাম্প করে বিভিন্ন যায়গায় গাছ লাগানোসহ স্বাস্থ সচেতনতা মূলক কর্মসূচি পালন করে।
পরে শেষদিন শনিবার ১৫ জানুয়ারি দুপুরে উপজেলার হলদিয়া গ্রামের কানাই পাড়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ঈদগাঁ মাঠে তাদের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষের মাঝে ৫০০ কম্বল ও ২০০০ মাস্ক বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট মাহমুদুল হাসান, প্রেসিডেন্ট ইলেক্ট এম এ ওয়াজেদ সহ ওপেন এয়ার স্কাউট সদস্য ও এলাকার অনেকে। একর্মসূচিতে ৩ জন রোটারি ও ১৫ জন রোভার স্কাউটসহ ১৫ জনের একটি টিম অংশ নেয়।