শনিবার ● ১৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে বোমা-বিস্ফোরকসহ জামায়াতের আমির গ্রেফতার
ঝিনাইদহে বোমা-বিস্ফোরকসহ জামায়াতের আমির গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) ঝিনাইদহ জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদকে (৬৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের একটি স্কুল থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে ৷ তিনি শহরের চাকলা পাড়া এলাকায় বসবাস করতেন ৷ তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ৷ ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) আলতাফ হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তাারিককে জানান, নুর মোহাম্মদকে রাতে গ্রেফতার করা হয়েছে ৷ পরে তার দেওয়া তথ্যমতে ঝিনাইদহ শহরের দিশারী প্রি-ক্যাডেট স্কুল থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয় ৷ বিস্ফোরকের মধ্যে রয়েছে গান পাউডার, সেডিয়াম নাইট্রেট, পটাশিয়াম, সালফিউরিক এসিড, ব্লাস পাউডার, হাইড্রোজেনসহ অসংখ্য সার্কিট ৷ তার বিরুদ্ধে দু’টি নাশকতার মামলা বিচারাধীন আছে বলে জানিয়েছে পুলিশ ৷
এদিকে, নুর মোহাম্মদের ছেলে ইফতেখার আহমেদ মুজাহেদুল সাংবাদিককে জানান, ১৭ দিন আগে সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের নতুন হাটের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তার বাবাকে গাড়িতে করে তুলে নিয়ে যান ৷ এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷