বুধবার ● ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » তবলছড়ি ইউপি চেয়ারম্যান কাশেম’র শপথ গ্রহণ
তবলছড়ি ইউপি চেয়ারম্যান কাশেম’র শপথ গ্রহণ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবশেষে অন্যান্য ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণের প্রায় দেড় মাস পর ২নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মো. আবুল কাশেম ভুইয়া।
বুধবার ২৬ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
জানা যায়, মামলার জটিলতা কাটিয়ে গত ১২জানুয়ারি মো. আবুল কাশেম ভুইয়াকে তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত বছরের ১১নভেম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) হিসেবে মো. আবুল কাশেম ভুইয়া ৫হাজার ৩১ভোট পান।
অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ পায় ৫হাজার ১০ভোট।
এ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা যুগ্ম জজ আদালতে মামলা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ। এরপর আদালত তবলছড়ি ইউপি নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত করেন।
এ ঘটনায় উচ্চ আদালত গত ২৩ডিসেম্বর মামলাটির স্থগিতাদেশ দেন। ১২জানুয়ারী নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়াকে চেয়ারম্যান ও অপর ১২সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।