শিরোনাম:
●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত ●   নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস ●   মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা, দিশেহারা প্রবাসী পরিবার ●   পাইন্দং সংঘারাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন ●   ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার ●   চুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি’র ৪৬তম সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে বাব্যবসায়ীকে উদ্ধার
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে বাব্যবসায়ীকে উদ্ধার
শনিবার ● ২৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে বাব্যবসায়ীকে উদ্ধার

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাব্যবসায়ীকে অক্ষত জার থেকে অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

তার নাম জয়দ্বীপ সরকার (৩৮)। গত শুক্রবার ২৯ জানুয়ারি রাত ৩টায় ওসমানীনগর থানার নাজির বাজারে স্বাভাবিক ভাবে বসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গেল ২২ জানুয়ারি সিলেট শহর থেকে নিখোঁজ হন তিনি।

এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলনা। পরে এ ঘটনায় তার ভাই আপন সরকার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জয়দ্বীপ উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে ‘বিজয় কম্পিউটার’র নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।

জিডিতে বলা হয়, গত শনিবার দুপুরে ব্যবসায়িক কাজে সিলেট শহরে যান জয়দ্বীপ। ওইদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতেও ফিরেননি তিনি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে একে একে চার দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি আর।

উদ্ধারের পর জয়দ্বীপ পুলিশকে জানান, নিখোঁজের দিন তিনি ব্যবসায়িক কাজে সিলেট গেলে কদমতলী থেকে তাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়।

এরপর এ কয়দিন চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। পরে স্বাভাবিক ভাবেই শুক্রবার মধ্যরাতে তাকে নাজির বাজারে ছেড়ে যায়!

স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ৮ দিন পর তাকে অক্ষত অবস্থায় পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক পাওয়া নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটি অপহরণ না সেচ্ছায় আত্মগোপন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, জয়দ্বীপকে অক্ষত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি অপহরণ না অন্যকিছু? তা খতিয়ে দেখছি বলে তিনি সাংবাদিকদের জানান।

বিশ্বনাথে প্রতি রাতে বেড়েছে চুরি-ছিনতাই

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যারাতেই ছিনতাইকারী লুটে নিচ্ছে চালকের যানবান আর পথচারীদের সর্বস্ব।

প্রায় প্রতি রাতে উপজেলার কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে চুরি। চোরেরা একই রাতে খুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার। এমনকি চোরদের কবল থেকে বাদ পড়ছেনা ধর্মীয় উপাসনালয় মসজিদ-মন্দিরও।

এ অবস্থায় চরম আতঙ্কে রাত পার করছেন উপজেলার মানুষ। পুলিশি তৎপরাতাও রুখতে পারছেনা অপরাধীদের! উপজেলার একাধিক চিহ্নিত অপরাধী গ্রুপ জামিনে থাকায় অপরাধ বেড়েছে বলে ধারণা করছেন সচেতন মহল।

সূত্র জানায়, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে গেল ১ মাস ধরে উপজেলা বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। গেল ২৬ জানুয়ারি রাতে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মসজিদের তালা ভেঙ্গে আইপিএস ও দুটি ব্যাটারি নিয়ে যায় চোরেরা।

এর আগে চুরি হয় গ্রামের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, নিরীহ কৃষকের ২টি গরু, সনাতন ধর্মাবলম্বী একজনের রাম ছাগল। একই তারিখ সন্ধ্যা রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁও ও আমেরগাঁও’র মধ্যবর্তী স্থানে ছিনতাইয়ের শিকার হন স্থানীয় রাজাগঞ্জ বাজারের ব্যবসায়ী আনছার আলী।

ছিনতাইকারীরা তার চোখ বেঁধে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গেল ২৩ জানুয়ারি দেওকলস ইউনিয়নের বাগিচা-গুদামঘাট সড়কে সন্ধ্যা ৭টায় হামিদ মিয়া নামে এক টমটম চালককে কুপিয়ে তার টমটম নিয়ে যায় ছিনতাইকারীরা।

এর দু’দিন আগে রাত ১১টায় বাগিচা বাজারের মাদরাসা সড়কের সামনে পেট্রোল পাম্পের এক কর্মচারী ছিনতাইকারীদের কবলে পড়েন। তার চোখে মরিচের গুড়ো ছিটিয়ে মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

১৬ জানুয়ারি উপজেলার হাবড়া-মিরেরচর নতুন রাস্তায় এক চালককে বেঁধে তার টমটমটিও নিয়ে যায় ছিনতাইকারীরা। গেল মাসে উপজেলার লানাকাজি থেকে দুটি টমটম চুরিকালে জনতার হাতে আটক হয় দুই চোর।

১৮ জানুয়ারি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গুমরাগুল গ্রাম থেকে একই রাতে চুরি হয় তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার, চন্দ্রগ্রাম থেকে ১টি ও কান্দিগ্রাম থেকে আরও একটি ট্রান্সফরমার।

ওইদিন একই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের একটি মুদি দোকানে চুরি সংঘটিত হয়। পরের দিন জয়নগর নোয়াপাড়া গ্রামের একটি দোকানেও হানা দেয় চোরেরা। ভূক্তভোগীরা জানান, অনেক ক্ষেত্রে বাড়তি হয়রানির ভয়ে আইনি প্রক্রিয়ায় যেতে অনীহা তাদের।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, অন্য সময়ের তুলনায় চুরি-ছিনতাই অনেক কমেছে, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা নেয়া হয়েছে। আর দু’জন আটকও আছে। আর বাকী টুকটাক চুরি-ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রনে কাজ করছে থানা পুলিশ।

খাজাঞ্চীর উন্নয়ন করার জন্যই স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি -আরশ আলী

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে শুক্রবার সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে স্থানীয় মুফতিরবাজারে প্রচারণা মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হওয়ার পর বিশাল প্রচারণ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল পরিবর্তি নির্বাচনী জনসভায় নৌকার মাঝি আরশ আলী বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন করার জন্যই স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি যদি ৩১ জানুয়ারী আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে খাজাঞ্চীকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করব। কোন মানুষের হক আত্মসাৎ করব না। সততা, নিষ্ঠা, সচ্ছতা ও সমবন্টনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত করব।

এমনকি চেয়ারম্যান হিসেবে প্রাপ্য সম্মানীও সমাজের অসহায়-গরীবদের মধ্যে বন্টন করে দেব। একজন প্রবাসী হিসেবে আমি আপনাদের কাছে ওই প্রতিশ্রুতি দিলাম। এবার আপনারা নৌকাকে বিজয়ী করে দেখুন আমার প্রতিশ্রুতি ঠিক থাকে কিনা। আমার প্রতিশ্রুতি ভঙ্গ হলে জনসম্মুখে এর বিচার করবেন এলাকাবাসী।

এলাকার মুরব্বী হাজী মনির উদ্দিনের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাহাত তালুকদার, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সম্পাদক কবির আহমদ কুব্বার, পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল জলিল জালাল, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম আহমদ, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি শাহ মুজিবুর রহমান মুজিব। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা লিলু মিয়া, ফয়ছল আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে মা হারালেন মোকাব্বির খান ও নুনু মিয়া

বিশ্বনাথ :: মা হারিয়েছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

তাদের মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করতে দেখা গেছে।

জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মা বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার ২৭ (জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়ী দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৮জানুয়ারি) সকাল ১০টায় জানাজা শেষে কাশিমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে, সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান তাঁর মায়ের মৃত্যুর বিষয়টি নিজের ফেসবুক স্ট্যটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন।

জানা যায়, মোকাব্বির খান মা মোছা.মুহিবুন্নেছা খানম শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটের সময় লন্ডনে রয়েল হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর ১ মেয়ে, ৭ ছেলে, নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মায়ের মৃত্যুতে এই দুই জনপ্রতিদিন সবার কাছে দোয়া কামনা করেছেন।

বিশ্বনাথে রেলের জায়গায় বাড়ির বাউন্ডারি করেছেন আ.লীগ প্রার্থী : তালুকদার গিয়াস

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার মো. গিয়াস উদ্দিন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আরশ আলীকে ইঙ্গিত করে বলেছেন, ‘তিনি (আরশ আলী) এখন বিভিন্ন ওয়ার্ডে যেতে ভয় পাচ্ছেন।

কারণ, ভোটাররা তাকে সরাসরি বলছে, আপনি টাকা দিয়ে নৌকা কিনে এনেছেন, আপনাকে আমরা ভোট দেব না, দেব না, দেব না। আপনারা তাকে (আরশ আলীকে) সহজসরল মানুষ মনে করেন? তিনি তার বাড়ির যে বাউন্ডারি করেছেন, সেটা সরকারি রেলওয়ের জায়গায় করেছেন।

তবুও তাকে সহজসরল মনে করেন?’এ সময় নিজ দলের অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়াকে উদ্দেশ্য করে তালুকদার গিয়াস উদ্দিন বলেন, ‘কয়েছ মিয়া ভাই ঘোড়াকে ধানের শীষ বানিয়ে খাজাঞ্চী ইউনিয়নবাসীকে ধোঁকা দিচ্ছেন। এসব ধোঁকা আর মিথ্যাচার করে কোনো লাভ হবে না।’

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজারে এই নিজের আনারস প্রতিকের সমর্থনে মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তালুকদার গিয়াস উদ্দিন এসব কথা বলেন।

ইউনিয়নের প্রবীণ মুরব্বী, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মতছিন আলীর সভাপতিত্বে সংগঠক মোজাহীদ আলীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা এটিএম নুর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা আবদুল হাই জেহাদী।





সকল বিভাগ এর আরও খবর

রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন
ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন
নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক
বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল
মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী
বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা
বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা
ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব
গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আর্কাইভ