রবিবার ● ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৭শ কম্বল বিতরণ
নবীগঞ্জে ৭শ কম্বল বিতরণ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ৭ শ কম্বল হস্তান্তর করা হয়েছে ।
৩০ জানুয়ারি রবিবার বিকেলে সংসদ সদস্যের বাসভবনে নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে উল্লেখিত পরিমান কম্বল তুলে দেন। ওই কম্বলগুলো প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ অসহায় দুস্থদের মাঝে বিতরণ করবেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এ সময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, ১নং বড় ভাকৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাশ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ পাঠান প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীগঞ্জের গয়াহরি নারায়ন গাছতলীতে বার্ষিক অষ্টপ্রহর কীর্তন উৎসব
নবীগঞ্জ :: নবীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড গয়াহরি শ্রী শ্রী নারায়ন গাছতলীতে নারায়ন সংঘের উদ্যোগে ৬ষ্ট বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ৩১ জানুয়ারী রবিবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীঅতন পরিবেশন করেন,কীর্তনীয়া রুপন ধর, জুয়েল দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি রাজেশ দেবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শিপন দাশের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,ওয়ার্ড কাউস্নিলর যুবরাজ গোপ,থানার সেকেন্ড অফিসার সমীরন দাশ,এস আই মৃদুল ভৌমিক, মহিলা কাউস্নিলর পুর্ণিমা দাশ, সাবেক কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেব,সাবেক মহিলা কাউস্নিলর যুতিকা দাশ, সাংবাদিক অঞ্জন রায়,পানু কুমার চন্দ,রথীন্দ্র চন্দ্র দাশ,নিতেশ দাশ,বাবলু দাশ,বিধান দেব,সুদাম দেবসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।