মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে নবনির্বাচিত চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
রাউজানে নবনির্বাচিত চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. বাবুল মিয়াকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১১টার দিকে নোয়াপাড়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শেখপাড়া নাম এলাকায় একদল সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তিনি জীবন বাঁচাতে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি ছুড়েন। অল্পের জন্য তিনি এই ঘটনা থেকে রক্ষা পান। ঘটনার খবর নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজিত নেতা-কর্মীরা রাতেই কাপ্তাই মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। কয়েক ঘন্টা সড়ক অবরোধ তাকালেও পুলিশের অনুরোধে তুলে নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ঘটনা খবর শোনে রাতে ঘটনাস্থলে ছোটে আসেন রাউজানের স্থানীয় সংসদ সদস্য ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, একদল সন্ত্রীরা রাতে বাড়ি যাওয়ার পথে আমাকে পথে হামলা চালিয়ে, গুলি করেন। দৌঁড়ে পালিয়ে যাওয়া প্রাণে লক্ষ্য পাই। তিনি জানান এই ঘটনায় রাউজান থানায় মামলা করবেন। এদিকে রাতে ঘটনাস্থলে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা পরিদর্শনে যান।
রাউজান থানার ওসি জানান, হামলা ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে ও বিকালে আওয়ামী লীগে, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে নোয়াপাড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি চলছে।
উল্লেখ্য, বাবুল মিয়া ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, ও নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
খেলতে গিয়ে রাউজানের মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার তাহসিন মাহমুদ (১৩) নামে এক মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের স্কুলের একটি পরিত্যক্ত ভবন এই ঘটনা ঘটে। নিহত সেই উপজেলার বাগোয়ান ইউনিয়নের অসি চেয়ারম্যানের বাড়ির ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলমের পুত্র। সেই চট্টগ্রাম শহরের কর্ণফুলী পাবলিক স্কুল এন্ড কলেজের ৮ ম শ্রেণীর শিক্ষার্থী। চট্টগ্রাম শহরে চকবাজার এলাকায় নিজস্ব বাসায় তারা বসবাস করেন।
নিহতের বাবা মো: জাহাঙ্গীর আলম জানান, সোমবার তাহসিন বন্ধুদের সাথে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকালে খেলতে গিয়ে তিনি দূর্ঘটনার শিকার হন। ক্রিকেট খেলা খেলতে গিয়ে বলটি বিদ্যালয়ের মাঠের পাশে একটি পরিত্যক্ত ভবনের উপরে পড়ে। তাহসিন সেই বলটি উপরে ওঠে নিছে আসার সময়ে হঠাৎ একটি লোহার আঘাত পেয়ে নিছে ছিঁটকে পড়ন। এ সময় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে পার্কভিও হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন। তার বাবা আরোও জানান আমার ছেলে মাঠে খেলতে যাওয়া আগে সেই নিজের হাতে চা বানিয়ে আমাকে খাওয়ান। কিন্তু ভাগ্য এমন হলো আমার আদরের সন্তান আমাকে ছেড়ে চলে গেল। আমার ছেলে অনেক মেধাবী ছিল পড়াশোনায় এবার ৮ ম শ্রেণীতে তার রোল নম্বর এক। চার পুত্র সন্তানের মধ্যে তাহসিন ছিল ২য় পুত্র। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃতদেহ নিয়ে আসা হয় নিজ গ্রামের বাড়িতে। মঙ্গলবার সকাল ১১টায় তার নামাজের জানাজার শেষে মেধাবী শিক্ষার্থী তাহসিনকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাহসিনের অকাল মৃত্যুতে তার স্কুলের সহপাঠী, শিক্ষকদের মাঝে ও এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।