শিরোনাম:
●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ●   আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ●   ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫ ●   বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ●   রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ ●   ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ৪৭ সদস্যের কেন্দ্রীয় সংগ্রাম কমিটি গঠিত
রাঙামাটি, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘রত্মাচল’র প্রকাশনা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘রত্মাচল’র প্রকাশনা
বুধবার ● ২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘রত্মাচল’র প্রকাশনা

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লো আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া বলেন, সাহিত্য চর্চা মানুষকে সুন্দর মনের মানুষে রুপান্তরিত করে। সুন্দর সমাজ গঠনে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, কাব্যগ্রন্থের লেখত হোসনেআরা বেগম একজন শিক্ষক ও প্রতিভাবান মানুষ। শিক্ষকের দ্বায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য চর্চা ও ভালবাসা আগামী প্রজন্মের কাছে অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি বুধবার ২ ফেব্রুয়ারী দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা বিআরডিবি মিলনায়তনে নরশিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি হোসনেআরা বেগমের তৃতীয় কাব্যগ্রন্থ রত্মাচল’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

প্রকাশনা উৎসবে প্রধান আলোচকের বক্তব্যে সাম্যবাদী সাহিত্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ বলেন, পবিত্র আত্মার বিশুদ্ধ উচ্চারণ কবিতা। কবির শুদ্ধ ভাবনা ও চিন্তা চেতনাগুলোর সংমিশ্রণে কবি তার কবিতাগুলোকে সাজিয়ে তুলেন।

কবি হোসনেআরা তার রত্নাচল কাব্যগ্রন্থ ৩ ফর্মায় ৩৩টি কবিতায় মানুষে মানুষে প্রেম, দেশের প্রতি, ভাষার প্রতি ভালবাসার কথা কথাগুলো কবিতার ছন্দে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও একদল ফিনিক্স-সিলেটের সভাপতি আবু বক্কর আল আমিনের সঞ্চালনায় প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, জামসেদুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আফিয়া রশিদ, বিয়াম স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী, শিক্ষক ও কবি হেমন্ত রায় হিমেল, কবি ও সংগঠক বিভাংশু গুণ বিভু, সাংবাদিক নবীন সোহেল, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তানিশা আফরিন মুন্নি।

শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ হোসেন মো. ফরহাদ ও কবিতা আবৃত্তি করেন ইমন হাসান।

বিশ্বনাথের বাহাড়া-দুবাগ গ্রামে শফিক চৌধুরীর সম্মানে হক পরিবারের লাঞ্চ পার্টি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া-দুবাগ গ্রামে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সম্মানে লাঞ্চ পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২ ফেব্রুয়ারী দুপুরে বাহাড়া-দুবাগ গ্রামের জিল্লুল হকের বাড়িতে ‘হক পরিবারের’ উদ্যোগে ওই লাঞ্চ পার্টির আয়োজন করা হয়।

হক পরিবারের সদস্য ‘প্রবাসী সৈদুল হক ও মুহিবুল হকের’ সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত লাঞ্চ পার্টিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি আব্দুল মালিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা এলডিপির সভাপতি রুপা চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য বশির আহমদ, আব্দুল রোশন চেরাগ আলী, সুহেল আহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী আলম হোসেন, ফারুক আহমদ, আশরাফুল ইসলাম খান সুহেল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাবেক সভাপতি আব্দাল মিয়া, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য শাহ আলম খোকন, আমির আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথে নির্বাচন হলেও যে ওয়ার্ডে নির্বাচিত হননি কেউ

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচিত সদস্য পদে (মেম্বার) নির্বাচিত হননি কেউ।

গত সোমবার এই ইউনিয়নে ৯টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ডে দুই প্রার্থীর মধ্যে সমান সমান ভোট পাওয়ায় নির্বাচন অফিস কাউকেই নির্বাচিত ঘোষণা করেনি।

জানা গেছে, ইউনিয়নের ২নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে মো. আবুল কালাম বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪৫৫ ভোট ও মো. ফখরুল ইসলাম তালা প্রতীকে সমান ৪৫৫ ভোট পান। এজন্য কাউকেই এই ওয়ার্ডে নির্বাচিত ঘোষণা করা হয়নি।

পরবর্তিতে এই ওয়ার্ডে সদস্য পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় নির্বাচন অফিস।
এই ওয়ার্ডে মাসুক মিয়া মোরগ প্রতীকে ৩২৮ ভোট, মিছিরুল ইসলাম ঘুড়ি প্রতীকে ৬১ ভোট, আব্দুল মালিক টিবওয়েল প্রতীকে ৪২ ভোট ও আব্দুল কালাম ফুটবল প্রতীকে ৮ ভোট পান। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১। প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৩৪৯। ভোটের কাস্টিংয়ের হার ৬৭.৪২ ভাগ।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ার বলেন, দুই প্রার্থীর সমান সমান ভোট হওয়ায় কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। ওই ওয়ার্ডে পুনরায় সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।





আর্কাইভ