শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে এক দফতরীকে ৬ লক্ষ টাকায় গৃহনির্মাণ
বিশ্বনাথে এক দফতরীকে ৬ লক্ষ টাকায় গৃহনির্মাণ
বিশ্বনাথ প্রতিনিধি :: ধনে ও জনে আলোকিত এক জনপদ বিশ্বনাথ। বিশ্বজুড়ে এর রয়েছে ব্যাপক পরিচিতি। এ অঞ্চলের কৃতি সন্তানরা নিজেদের প্রতিভার গুণে বিশ্বনাথকে যেমন করেছেন আলোকিত ঠিক তেমনি শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, আর্থসামাজিক উন্নয়ন, আর্তমানবতার সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে করেছেন গৌরবান্বিত।
এরই অংশ হিসেবে ৪ঠা ফেব্রুয়ারি শুক্রবার সকালে বিশ্বনাথের এক অসহায় হতদ্ররিদ্র মানুষের জন্য প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে একটি বসত ঘর নির্মানের মত এক মহতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করেছেন ।
হতদ্ররিদ্র সেই অসহায় মানুষটির নাম অধীর চন্দ্র দে। তিনি বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত দফতরী।
উক্ত ভিত্তিপ্রস্তর কার্যক্রমে উপস্হিত ছিলেন, এই কার্যক্রমে অন্যতম উদ্যোক্তা যথাক্রমে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মো. শামছুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিয়ানী বাজার শাখার ম্যানেজার মতিউর রহমান , বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মো. জামাল উদ্দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য রাজুক মিয়া রাজু , সন্ধানী ফার্ম্মেসীর স্বত্বাধিকারী এ এস এম নাসের, আইনজীবী রনজিত বিশ্বাস সহ প্রমুখ।
ইতিমধ্যে প্রবাসী সহ সমাজের অনেক হৃদয়বান ব্যক্তিবর্গ মহতি এই কাজে আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন । আপনিও শরিক হতে পারেন।
বিশ্বনাথে শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
বিশ্বনাথ :: বইছে হিমেল বাতাস। তার সঙ্গে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি হচ্ছে বেশি। বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়ে বিপর্যস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার জনজীবন। দিনভর সূর্যের দেখা না মেলায় কষ্ট ভোগ করছেন সাধারণ মানুষ।
বিশেষ করে বিপাকে পড়েছেন ছিন্নমূল পরিবারসহ নিম্নআয়ের শ্রমজীবীরা। বৃষ্টি-শীতে ব্যাহত হচ্ছে কৃষকদের ক্ষেত-খামারের কাজও। বৈরি আবহাওয়া অব্যাহত থাকলে বাড়তে পারে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। উপজেলায় সকাল থেকেই সূর্যের দেখা নেই।
মেঘলা ছিল আকাশ। বইছিল ঝিরিঝিরি হিমেল হাওয়া। দুপুর দিকে হঠাৎ দমকা হাওয়ার সাথে নামে বৃষ্টি। তীব্রতা বাড়ায় শীতের। ভাটা পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। হাড় কাঁপানো শীতে, হাটে-মাঠে, রাস্তা-ঘাটে কমে যায় মানুষের উপস্থিতি। জরুরি প্রয়োজনে শীতের পোশাক ও ছাতা মাথায় বের হন অনেকে।
উপজেলা সদরে খড়কুটার আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় অভাবী মানুষদের। শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন সাধারণ শ্রমজীবী মানুষ।
বিশেষ করে রিকশাওয়ালা, ফুটপাত ও ভাসমান দোকানদার। প্রস্তুতি না থাকায় হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় তাদের সবকিছু। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই অবস্থা থাকবে আগামীকালও।
কৃষক ফিরোজ মিয়া জানান, বোরো রোপণ শেষ। এখন পরিচর্যার সময়। গেল বুধবার থেকে ঠান্ডা বাতাস আর শীত বেড়েছে। আজ আর ক্ষেতে নামতেই পারিনি।
ভাসমান শীতের কাপড় ব্যবসায়ী টারজান বলেন, শীত-বৃষ্টি আর হীম বাতাসে রাস্তায় দাঁড়ানোই মুশকিল। বাজারে ক্রেতা নেই। তবুও পলিথিনে মালামাল ঢেকে দাঁড়িয়ে আছি। যদি দু’একটি বিক্রি করতে পারি।
সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, আজ এবং কাল বৃষ্টি থাকছে। এই দুদিন বাড়ানো থাকবে তাপমাত্রও।
সিলেট ২ আসন নিয়ে আবারও কানাঘুঁষা শুরু, কে হচ্ছেন নৌকার মাঝি
বিশ্বনাথ :: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিম শুরু কানাঘুঁষা, সিলেট বিভাগের সিলেট ২ বিশ্বনাথ ওসমানীনগর আসনে এক যুগের ও বেশি সময় ধরে নেই সরকার দলীয় সাংসদ, সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে সাবেক এমপি এম ইলিয়াস আলীকে হারিয়ে কমিউনিটি পরিচয়ে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, তৎকালীন সময়ে দলীয় মনোনয়নের লড়াইয়ে এগিয়ে ছিলেন মুহিবুর রহমান ও।
তবে সর্ব শেষ সিদ্ধান্তে পৌঁছান শফিক চৌধুরী।
পরবর্তীতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও সংসদ সদস্যের মনোনয়ন শফিক চৌধুরীকে দিয়েছিলেন কিন্তু বিএন পি নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টি মহাজোটে এসে ঐ আসনটি দাবি করে, শেখ হাসিনা শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হন ঐ আসনটি জাতীয় পার্টিকে দিয়ে দেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এহিয়া চৌধুরী এহিয়া সংসদ সদস্য নির্বাচিত হন, সর্বশেষ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনীত হতে দৌড় ঝাপ শুরু করেন মাঠ পর্যায়ের তিন নেতা, তার মধ্যে সাবেক এমপি শফিক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, ও বর্তমান বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া ও।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পূর্ণরায় জাতীয় পার্টির সুপারিশে এই আসনটি ছেড়ে দিয়ে এহিয়া চৌধুরীকে দিয়ে দেন।
কিন্তু প্রধান বিরুদ্ধী দল বিএনপি নির্বাচনে আসায় বিএনপির মনোনীত হতে চেয়েছিলেন সাবেক এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী বেগম তাহসিনা রুশদির লুনা, প্রশাসনিক জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল হওয়ার সুবাদে বিএনপির সাথে জোটে থাকা জাতীয় গণ ফোরাম ( ড.কামাল হোসেন) এর দলীয় বর্তমান এমপি সূর্য মার্কা মোকাব্বির খানকে সমর্থন দেয় বিএনপি, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ও ড. এনামুল হক সরদার।
এতে একরাতে হিসাব পাল্টে গিয়ে ৭৯ হাজার ভোট পেয়ে সংসদ নির্বাচিত হন মোকাব্বির খান।
আবারও আওয়ামী লীগ এই আসনে শূন্য হয়ে যায়।
শেষ পর্যন্ত আওয়ামী লীগ উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় সাংসদ না থাকায় ও সাংগঠনিক দূর্বলতার কারনে পরাজিত হতে থাকে।
পিছিয়ে যায় উন্নয়ন ও।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে আওয়ামী লীগ দলীয় সাংসদ দিতে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। তবে কে হবেন আওয়ামী লীগ মনোনীত সাংসদ এ নিয়ে অগ্রীম চলছে কানাঘুঁষা।
সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া ও আওয়ামী লীগের মনোনীত হতে চাইছেন বলে জানা গেছে।
দলীয় বিশস্ত সুত্রে জানা যায়, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নেই এ আসনে নির্বাচন হবে।
তবে অতীত বর্তমান বিবেচনা করে দলীয় মনোনয়ন চুড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দলীয় মনোনয়ন দৌড়ে তিন নেতাই কেউ হতে কেউ কম নয়, আগে ভাগেই শুরু করেছেন লবিং।
অনেকেই মনে করেন শফিক চৌধুরী ও এস এম নুনু মিয়া দেশের রাজনীতির মাঠে প্রতিনিয়ত ২৪ ঘন্টা চষে বেড়ানোর কারণে দলীয় মনোনয়নে চুড়ান্ত হতে পারেন।
এছাড়া আনোরুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও দেশের রাজনীতির মাঠে কতটুকু শেষ মুহূর্তে সক্রিয় হয়ে এগুচ্ছেন সেটাই হচ্ছে দেখার বিষয়।
যেকোনো কৌশলে জনমত আদায় করে দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে আওয়ামী লীগ বিহীন সিলেট ২ আসনটি উদ্ধার করতে চায় আওয়ামী লীগ।
বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডে আ’লীগের কর্মীসভা
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল জলিল জালাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
কর্মীসভা শুরুর পূর্বে ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিলসহকারের দলীয় নেতাকর্মীরা এসে কর্মীসভাস্থলে জড়ো হন।
এলাকার মুরব্বী আওয়ামী লীগ নেতা হাজী আফতাব আলীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মশাহিদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শের আলী, সাবেক কার্যনির্বাহী সদস্য শেখ শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল রুসন চেরাগ আলী, রফিক আলী, রফিক হাসান, ইয়াছিন আলী, ইছাক আলী, আব্দুল হাই আবুল, সাইদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা সায়েস্তা মিয়া, কৃষক লীগ নেতা কমর উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুল।
কর্মীসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম। সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথে প্রবাসী কালামের অর্থায়নে নির্মিত ব্রীজ উদ্বোধন
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেছেন, প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে দেশের গরীব-অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। প্রবাসীদের প্রেরিত অর্থের রেমিটেন্স থেকেই দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে।
তাই আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সল্প সময়ের জন্য দেশে আসা প্রবাসীদেরকে নিজেদের অন্তরের খাঁটি ভালবাসা দিয়ে উৎসাহিত করা ও তাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।
তিনি শনিবার (৫ ফেব্রæয়ারী) সকালের সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কৃপাখালী গ্রামে ‘মরহুম হাজী মর্তুজ আলী, আমিরুন বিবি ও আব্দুর রহিম স্মরণে গঠিত’ গরীব অসহায় কল্যাণ ফান্ডের উদ্যোগে এবং ফান্ডের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কালামের অর্থায়নে স্থানীয় ডিগার খালের উপর নির্মিত ব্রীজের উদ্বোধন ও মাসিক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন।
প্রায় দুই বছর ধরে ফান্ডের উদ্যোগে ওই মাসিক ভাতা প্রদান কার্যক্রম চালু রয়েছে। এবার ৬৫ পরিবারের ৬৫ জনকে মাসিক ৩শত টাকা হারে ৩ মাসের জন্য ৯শত টাকা করে প্রদান করা হয়।
গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান প্রবাসী আব্দুল কালামের সভাপতিত্বে ও বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, রাজনীতিবিদ হাজী আব্দুল হাই, রামধানা গ্রামের প্রবীন মুরব্বী আব্দুল ওয়াদুদ বিএসসি, গরীব অসহায় কল্যাণ ফান্ড পরিচালনা কমিটির সভাপতি আবুল লেইছ।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব ও ফান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত সরকার।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বী লালা মিয়া, হারুন মিয়া, নূর ইসলাম, মঈন উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আক্তার আহমদ শাহেদ, কেন্দ্রীয় ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, জেলা ধ্রুবতারার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রবাসী মুনতাসির কালাম, মুলহিন কালাম রুমন, গরীব অসহায় কল্যাণ ফান্ড পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আসাদ উদ্দিন, সংগঠক সাইদুর রহমান রাজু, আব্দুল কাইয়ুম, আরশ আলী, জুয়েল মিয়া প্রমুখ।
বিশ্বনাথে প্রবাসী শেখ নেছার আহমদের শাড়ী-লুঙ্গি-কম্বল বিতরণ করলেন শফিক চৌধুরী
বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে দেশের অবহেলিত-বঞ্চিত অসহায়-গরীব মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
মুক্তিযুদ্ধের সময় থেকে দেশ ও জাতির অগ্রগতিতে প্রবাসীদের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই। তাই প্রবাসীরা যাতে করে আরও বেশি বেশি করে দেশমুখীহন সেজন্য আমাদের সবাইকে ঐকবদ্ধভাবে সুষ্ঠ, সুন্দর ও শান্তিময় নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে।
দেশে প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমাদের দেশ আরও এগিয়ে যাবে।
তিনি শনিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শাহজিরগাঁও গ্রামে ‘শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী শেখ নেছার আহমদের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমীর উদ্যোগে এলাকার ৩ শতাধিক গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে শাড়ী-লুঙ্গি-কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
কারিকোনা জামে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ আলীর সভাপতিত্বে এবং শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও শাহাব উদ্দিনের সাধারণ সম্পাদক রফিক আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী শেখ নেছার আহমেদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহজিরগাঁও জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আতিকুর রহমান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি প্রবাসী আহমদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, কেন্দ্রীয় শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি আফতাব উদ্দিন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক কবিরুল ইসলাম কবির, জেলা শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা আনছার আলী, মশাহিদ আলী, জয়নাল আবেদীন, প্রবাসী গৌছ আলী, কেন্দ্রীয় ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, জেলা ধ্রুবতারার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয় এবং শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা ও শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমীর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।